বিজেপি নেতা মণীশ শুক্লা খুনের ঘটনায় চতুর্থ ও পঞ্চম ব্যক্তিকে ক্যানিং ও টিটাগড় এলাকা থেকে গ্রেফতার করল সিআইডি। পাশাপাশি, মোটের উপর মণীশ খুনের জন্য গত আড়াই-তিন মাস ধরে পরিকল্পনা করা হচ্ছিল বলেই দাবি পুলিশের। মূলচক্রি হিসেবে গতকাল গ্রেফতার করা নাসির খান বা নাজিরের নামকেই সামনে আনছে পুলিশ। জানা গিয়েছে, খুররম এর আগেও নাসিরকে এই সুপারি দিয়েছিল। কিন্তু সেগুলি ব্যর্থ হয়। অবশেষে কমপক্ষে ৪৫ লক্ষ টাকার সুপারির মাধ্যমে মণীশ হত্যা সম্ভব হয়েছে। জানা যাচ্ছে, এই নাসির বাংলাদেশের বাসিন্দা। বছরখানেক আগেই উত্তর ২৪ পরগণায় আসে। সে এই কাজের জন্য আরও বেশ কয়েকজন বাংলাদেশীকে নিয়ে এসেছিল। সেই কারণেই ইতিমধ্যেই উত্তর ২৪ পরগণা-সহ অন্য সীমান্তবর্তী এলাকার থানাগুলিকে অতিরিক্ত সতর্ক করে দেওয়া হয়েছে। পাশাপাশি, নাজিরকে নিয়ে এদিন ক্যানিং-এ তল্লাশি চালিয়ে এক ব্যক্তিকে গ্রেফতার করে। পুলিশ সূত্রের খবর, কমপক্ষে ২০-২২ জনকে নিয়ে এই অপারেশন চলে। দুষ্কৃতীরা ২টি নয়, কম করে ৩-৪ টি বাইকে এসেছিল। বাকি বাইকগুলি দূর থেকে নজর রাখছিল। ফলে তাদের এখনও সনাক্ত করা যায়নি। তবে এই দুষ্কৃতীদের খোঁজে ইতিমধ্যেই বিহারে গিয়েছে সিআইডি’র একটি দল।