জেলা

কল্যাণী এইমস নিয়োগ দুর্নীতি কাণ্ডে ফের বিজেপি বিধায়কের বাড়িতে সিআইডি

কল্যাণী এইমস নিয়োগ দুর্নীতি কাণ্ডে আবারও বিজেপি বিধায়কের বাড়িতে হানা দিল সিআইডি । বুধবার রাজ্যের তদন্তকারী সংস্থার চার সদস্যের দল আসে বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানার বাড়িতে। জিজ্ঞাসাবাদ করে তাঁর মেয়ে মৈত্রী দানাকে। উল্লেখ্য, বিজেপি বিধায়কের মেয়ের বিরুদ্ধে অভিযোগ, দুর্নীতি করে কল্যাণী এইমসে চাকরি পেয়েছেন তিনি। গত ১৫ জুলাই ও ১ অগাস্ট মৈত্রীকে জেরাও করেছিল সিআইডি। তারপরে আজ দীর্ঘক্ষণ ধরে জেরা করা হয় তাঁকে। এর আগে গত ৫ অগাস্ট বিজেপি বিধায়ককে তলব করেছিল সিআইডি। গত ১১ অক্টোবরও তলব করা হয়েছিল তাঁকে।