কলকাতা

লালন শেখের মৃত্যু নিয়ে সিবিআইকে নোটিস পাঠাল সিআইডি, চাওয়া হয়েছে অস্থায়ী ক্যাম্পের সিসিটিভি ফুটেজ

লালন শেখের রহস্যমৃত্যুর তদন্তে নেমে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইকে নোটিস পাঠাল সিআইডি। সিবিআই এর যে তদন্তকারী আধিকারিক বকটুই কাণ্ডের তদন্তে ছিলেন, রাজ্য গোয়েন্দা সংস্থার তরফে তাঁকে পাঠানো হল নোটিস। সিআইডি সূত্রের খবর, সিবিআই হেফাজতে থাকা অবস্থায় কীভাবে লালন শেখের মৃত্যু হয়েছে নোটিস পাঠিয়ে তা জানতে চাওয়া হয়েছে। রাজ্য গোয়েন্দা সংস্থা সিআইডির তরফে আরও জানতে চাওয়া, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অস্থায়ী ক্যাম্পে কীভাবে লালনের রহস্যমৃত্যু হল, সেই সময় লালনের দেখভালের দায়িত্বে কোন আধিকারিক ছিলেন, তা জানতে চাওয়া হয়েছে।  পাশাপাশি জানতে চাওয়া হয়েছে লালন শেখকে গ্রেফতারের সময় কোন গোয়েন্দারা ছিলেন। তাঁকে জিজ্ঞাসাবাদের সময় কোন কোন সিবিআই আধিকারিক ছিলেন তাও জানাতে বলা হয়েছে। একইসঙ্গে চাওয়া হয়েছে, যে অস্থায়ী ক্যাম্পে লালনের মৃত্যু হয়েছে, সেই ক্যাম্পের সিসিটিভি ফুটেজ।