কলকাতা

কল্যাণীর এইমসে নিয়োগ দুর্নীতি মামলায় এবার বিজেপির ২ বিধায়ককে তলব করল সিআইডি 

কল্যাণীর এইমস হাসপাতালে নিয়োগ সংক্রান্ত মামলায় এবার বিজেপির দুই বিধায়ককে তলব করল সিআইডি । জানা গিয়েছে, মঙ্গলবার বাঁকুড়ার বিধায়ক নীলাদ্রিশেখর দানা এবং চাকদার বিধায়ক বঙ্কিম ঘোষকে ভবানী ভবনের তলব করেছে সিআইডি। রাজ্য গোয়েন্দা সংস্থার দাবি, নিজের প্রভাব খাটিয়ে কল্যাণী এইমস হাসপাতালে মেয়ে মৈত্রী দানার চাকরির ব্যবস্থা করেছেন বিধায়ক। এছাড়াও অভিযোগ উঠেছে বিধায়ক বঙ্কিম ঘোষের পুত্রবধূ অনুসূয়া ঘোষের বিরুদ্ধেও। যদিও তাঁরা আজ ভবানী ভবনে সিআইডির জিজ্ঞাসাবাদে সম্মুখীন হবেন কিনা তা স্পষ্ট নয় । এর আগে তাঁর বাড়িতে গিয়ে মৈত্রী দানাকে প্রায় 1 ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে সিআইডির একটি বিশেষ দল। মূলত তিনি কবে চাকরি পেয়েছেন, কীভাবে চাকরি পেয়েছেন তা জানতে চান গোয়েন্দারা । ঘটনার সূত্রপাত এক বিজেপি নেতার অভিযোগকে ঘিরে । বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার এক নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে একটি চিঠি লিখেছিলেন । সেই চিঠিতে তিনি অভিযোগ করেন,নীলাদ্রিশেখর দানা এবং বঙ্কিম ঘোষ প্রভাব খাটিয়ে তারা তাঁদের মেয়ে এবং পুত্রবধূকে চাকরি পাইয়ে দিয়েছেন। পাশাপাশি কল্যাণী থানায় একটি এফআইআরও দায়ের করা হয়েছিল । সেই ভিত্তিতেই এই নিয়োগ সংক্রান্ত মামলায় তদন্তে নেমেছে রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ সিআইডি।