জেলা

গরু পাচার মামলায় অনুব্রত-র বিরুদ্ধে সিবিআই চার্জশিটে সাক্ষী মৃত ব্যক্তি

সাক্ষ্য দেবেন মৃত ব্যক্তি! গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে সিবিআইয়ের চার্জশিটে এবার মৃত ব্যক্তির নাম। সাক্ষী হিসেবে নাম রয়েছে সায়গল ঘনিষ্ঠ মাধব কৈবর্ত্যর। মোট ৯৫ জনের তালিকার ৫৮ নম্বরে রয়েছে মাধব কৈবর্ত্যের নাম। যিনি গত এপ্রিল মাসে গাড়ি দুর্ঘটনায় মারা গিয়েছেন। এ বিষয়ে সিবিআইয়ের দাবি, সংশ্লিষ্ট ব্যক্তি জীবিত অবস্থায় সিবিআইকে গুরুত্বপূর্ণ তথ্য ও নথি সরবরাহ করেছিলেন। যা অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে তদন্তে অত্যন্ত প্রাসঙ্গিক। অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন মাধব কৈবর্ত্য। বোলপুরের বাসিন্দা তিনি। গত এপ্রিল মাসে গাড়ি দুর্ঘটনায় মারা গিয়েছেন মাধব। সায়গলের পরিবারের সঙ্গে দুর্গাপুর থেকে বোলপুরে ফেরার পথে তাঁদের গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। মৃত্যু হয় মাধব ও সায়গলের ছোট মেয়ের। সেই ঘটনার প্রায় সাত মাস পর গরু পাচার মামলার চার্জশিট দাখিল করেছে সিবিআই। তাতে সাক্ষী হিসেবে রয়েছে মাধবের নাম।