শীতলকুচি কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য ফের ৬ সিআরপিএফ জওয়ানকে তলব করল সিআইডি। এই নিয়ে চতুর্থবার তাঁদেরকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছে রাজ্যে তদন্তকারী সংস্থা সিআইডির তরফে। জানা গিয়েছে, আগামী ২ এবং ৩ আগস্ট সিআরপিএফের দুই অফিসার ও ৪ কনস্টেবলকে আলাদা আলাদাভাবে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছে রাজ্যে তদন্তকারী সংস্থা সিআইডির তরফে। তাঁদেরকে জিজ্ঞাসাবাদের জন্য ভবনী ভবনে ডেকে পাঠিয়েছেন সিআইডির গোয়েন্দারা। এর আগে তাঁদের ডেকে পাঠানো হলেও করোনা পরিস্থিতির কারণ দেখিয়ে হাজিরা এড়িয়েছেন তাঁরা। সিআইডির তরফে এই চিঠি পেয়ে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের তরফে জানানো হয়েছিল, ভিডিওগ্রাফির মাধ্যমে তাঁদের জিজ্ঞাসাবাদ করবে সিআইডি। তবে ভবানী ভবন সূত্রের খবর, সিআইএসএফ-এর এই দাবিকে নস্যাৎ করে দেয় ভবানী ভবন। সাফ জানিয়ে দেওয়া হয়েছে সংশ্লিস্ট জওয়ানদের ভবানী ভবনে উপস্থিত থাকতেই হবে । তাঁদের জিজ্ঞাসাবাদ করা অত্যন্ত প্রয়োজন।