দেশ

দিল্লি বিমানবন্দরে কর্মরত অবস্থায় গুলি চালিয়ে আত্মহত্যা সিআইএসএফ জওয়ানের

ইন্দিরা গান্ধি বিমানবন্দরে নিজের সার্ভিস রিভলবার থেকে গুলি চালিয়ে আত্মহত্যা সিআইএসএফ জওয়ানের! মৃত ওই জওয়ানের নাম জিতেন্দ্র কুমার। বিমানবন্দরের শৌচাগার থেকে তাঁর দেহ উদ্ধার হয়। বিমানবন্দরের টার্মিনাল-৩-এ কমর্রত ছিলেন তিনি। দুপুর প্রায় সাড়ে ৩টা নাগাদ টার্মিনাল সংলগ্ন একটি শৌচাগারে ঢোকেন। এরপর শৌচাগার থেকে গুলির শব্দে বিমানবন্দর চত্বরে আতঙ্ক তৈরি হয়। পরে শৌচাগারে জওয়ানের মৃতদেহ পড়ে থাকতে দেখেন বিমানবন্দরের কর্মীরা। ঘটনাস্থল থেকে কোনও সুইসাইড নোট উদ্ধার হয়নি। কি কারণে এমন ঘটনা তা নিয়ে তদন্ত শুরু হয়েছে।