হক জাফর ইমাম, মালদা: বেসরকারি বাসের ধাক্কায় মৃত্যু হল এক কর্মরত অবস্থায় থাকা সিভিক ভলেন্টিয়ারের। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে সোমবার সকালে মালদা শহরের প্রাণকেন্দ্র রবীন্দ্র এভিনিউ এলাকায়। ঘাতক বাস সহ চালক ও খালাসিকে আটক করেছে মালদা ইংরেজবাজার থানার পুলিশ। এদিকে এই খবর পাওয়ার পরে মৃত সিভিক ভলেন্টিয়ার কে দেখতে হাসপাতালে ছুটে যান মালদা ইংরেজবাজার থানার আইসি সহ অন্যান্য পুলিশ কর্তারা।জানা গেছে মৃত ওই সিভিক ভলেন্টিয়ার এর নাম বাপন রজক। বাড়ি মালদা ইংরেজবাজার থানার মধুঘাট এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে সোমবার সকালে মালদা শহরের রবীন্দ্র এভিনিউ এলাকায় কর্মরত অবস্থায় ছিলেন তিনি। ঠিক সেই সময় মানিকচক থেকে মালদাগামী একটি বেসরকারি বাস নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি টোটো কে এবং পরে ওই সিভিক ভলেন্টিয়ার কে ধাক্কা মারে। রক্তাক্ত অবস্থায় সিভিক ভলেন্টিয়ার কে উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে নিয়ে আসা হয়। কিন্তু সেখানেই মৃত্যু হয় সিভিক ভলেন্টিয়ারের। আরও জানা গেছে ঘটনায় এক টোটো যাত্রীও আহত হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে মালদা ইংরেজবাজার থানার পুলিশ।


