দেশ

গোষ্ঠী সংঘর্ষে অগ্নিগর্ভ নাগপুর, শান্তি বজায় রাখার আবেদন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের

সোমবার রাতে মহারাষ্ট্রের মধ্য নাগপুর অঞ্চলে একটি ধর্মীয় গ্রন্থ পুড়িয়ে দেওয়ার গুজব ছড়ানোর পর তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। সংঘর্ষের আগুনে কয়েকটি বাড়ি এবং গাড়ি ক্ষতিগ্রস্থ হয়। শহরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়া সংঘর্ষে এখনও পর্যন্ত চারজন আহত হয়েছেন বলে একটি সূত্রের দাবি। শহরের চিটনিস পার্ক এবং মহল এলাকায় জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। স্থানীয় প্রশাসনের তরফে জানানো হয়েছে, কোতওয়ালি এবং গণেশপেট এলাকা থেকেও সংঘর্ষের খবর পাওয়া গিয়েছে। সূত্রের খবর, বজরং দলের সদস্যরা মহল এলাকার ছত্রপতি শিবাজি মহারাজের মূর্তির কাছে রাজ্যের একটি সমাধিক্ষেত্র সরানোর দাবিতে মিছিল করার পরই নাগপুরের বিভিন্ন এলাকায় ঝামেলা শুরু হয়। ঘটনায় সকলকে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ। এক ভিডিও বার্তায় তিনি বলেন, সকলে শান্তি বজায় রাখুন। প্রশাসনের সঙ্গে সহযোগিতা করুন। কোনও রকম গুজবে কান দেবেন না। গত কয়েকদিন ধরেই মহারাষ্ট্রে একটি সমাধি ক্ষেত্র সরানোকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। কয়েকটি সংগঠন ইতিমধ্যে এই ঘটনার প্রতিবাদে সরব হয়েছে। সোমবারও তারা নাগপুরের বিভিন্ন এলাকায় মিছিল করে ও বিক্ষোভ দেখায়। এরপর পরিস্থিতি আচমকা উত্তপ্ত হয়ে ওঠে। কিছু মানুষ ক্ষিপ্ত হয়ে ওঠেন। পুলিশের সঙ্গে বিভিন্ন জায়গায় তাদের সংঘর্ষ হয়। প্রায় একই সময়ে শহরের বিভিন্ন অংশে সংঘর্ষের ঘটনা ঘটতে থাকে। বেশ কয়েকটি বাড়িতে ভাঙচুর চলেছে। এছাড়া অশান্তির আগুনে পুড়েছে একাধিক গাড়ি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিরাট পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে নাগপুরের বিভিন্ন প্রান্তে। রাজ্য প্রশাসনের শীর্ষকর্তার ঘটনার দিকে নজর রেখেছেন। চলতে থাকা অশান্তি যাতে দ্রুত কাবু করা যায় এবং নতুন করে যাতে অশান্তি ছড়িয়ে না পড়ে তা নিশ্চিত করতে তৎপর প্রশাসন।