দেশ

রাজস্থানের যোধপুরে পতাকা লাগানোকে কেন্দ্র করে সংঘর্ষ, বন্ধ ইন্টারনেট পরিষেবা

ঈদ ও অক্ষয় তৃতীয়ার আগের দিন দুই সম্প্রদায়ের সংঘর্ষে অগ্নিগর্ভ রাজস্থানের যোধপুর। পতাকা লাগানোকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে যোধপুরের জালোরি গেট এলাকা। পতাকা উত্তোলনকে কেন্দ্র করে দুই সম্প্রদায়ের মধ্যে পাথর ছোঁড়ার ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন পুলিশকর্মী। একই সঙ্গে সংবাদ সংগ্রহ করতে গিয়ে পাথরের ঘায়ে আহত হয়েছে বেশ কিছু সাংবাদিকও। পুলিশের তরফে জানানো হয়েছে সোমবার সকালে ঘটনার সূত্রপাত। বেলা বাড়তেই এলাকা অগ্নিগর্ভ হয়ে ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নামাতে হয় বিশাল পুলিশ বাহিনীকে। ঘটনা প্রসঙ্গে যোধপুর পুলিশের এডিজি (আইন শৃঙ্খলা) এক বিবৃতিতে জানিয়েছেন, ‘ঈদের অনুষ্ঠান উপলক্ষে পতাকা উত্তোলন নিয়ে দুই সম্প্রদায়ের মানুষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এই ঘটনায় বেশ কয়েক জন পুলিশ কর্মী আহত হয়েছেন। পরে বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এলাকায় শান্তি বজার রাখার জন্য বন্ধ রাখা হয়েছে ইন্টারনেট পরিষেবা। আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে’।