কলকাতা

বাঁশদ্রোণীতে জেসিবির ধাক্কায় মৃত্যু ছাত্রের, বিক্ষোভ

বাঁশদ্রোণীতে ছাত্রের মৃত্যু ঘিরে উত্তপ্ত। এই ঘটনায় বুধবার সকাল থেকে পথে নেমেছেন এলাকার মানুষ। রাস্তা সারাইয়ের জন্য রাখা জেসিবি, পে লোডার ভাঙচুর চালানো হয়েছে। পুলিশকে আটকে রেখে বিক্ষোভ দেখাচ্ছেন এলাকাবাসীরা। দাবি, দুর্ঘটনাস্থলে আসতে হবে স্থানীয় কাউন্সিলরকে। বুধবার সকালে বাঁশদ্রোণীর দীনেশনগরে জেসিবির ধাক্কায় মৃত্যু হয় নবম শ্রেণির এক ছাত্রের। জানা গিয়েছে, এদিন সকালে কোচিংয়ে যাওয়ার সময় রাস্তা সারাইয়ের কাজ চলছিল। সেখানে থাকা এক জেসিবি ওই ছাত্রকে ধাক্কা মারে। পিষে দেয় গাছের সঙ্গে। মাথায় গুরুতর আঘাত লাগে ওই ছাত্রের। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এরপরই উত্তেজিত জনতা পুলিশ আধিকারিক সমীর পাঁজাকে ঘিরে বিক্ষোভ দেখায়।