দেশ

হিমাচল প্রদেশে মেঘ ভাঙা বৃষ্টি, মৃত ৭

সোমবার সকালেই হিমাচলের সোলান নামের একটি গ্রাম মেঘ ভাঙা বৃষ্টির কবলে পড়ে। এর ফলে ইতিমধ্যেই ৭ জনের মৃত্যু হয়েছে। জলের তোড়ে ভেসে গিয়েছেন আরও ৩ জন। এখনও পর্যন্ত খোঁজ মেলেনি তাঁদের। রবিবার থেকে উত্তরাখণ্ড ও হিমাচল প্রদেশের একাধিক এলাকায় ফের শুরু হয়েছে ভারী বৃষ্টি। এর ফলে প্রবল বেগে জলস্তর বাড়ছে বিপাশা নদীর। সেই সঙ্গে একাধিক জায়গায় ধসের খবরও মিলেছে। বিপর্যস্ত একাধিক রাস্তা থেকে সেতু। জলের তোড়ে ভেসে গিয়েছে বহু এলাকা। হিমাচল প্রদেশে ভারী বৃষ্টির কারণে সোমবার পর্যন্ত বন্ধ রাখা হয়েছে সমস্ত স্কুল, কলেজ। সেই সঙ্গে এই মুহূর্তে পর্যটকদের সেখানে না যাওয়ার অনুরোধ করা হচ্ছে বিপর্যয় মোকাবিলা দফতরের পক্ষে।