অরবিন্দ কেজরিওয়ালের দল বুধবারই দাবি করেছিল, বিজেপি দিল্লিতেও ‘অপারেশন লোটাস’ অভিযান চালাচ্ছে। আপে’র বিধায়ক ‘ভাঙাতে’ ফোনে যোগাযোগ করা হচ্ছে। ২০-২৫ কোটি টাকার প্রলোভন পর্যন্ত দেখানো হচ্ছে। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার ফের জরুরি বৈঠকে বসলেন কেজরিওয়াল। পরে টুইটারে পোস্ট করে তিনি লিখেছেন, ‘দিল্লি সরকারকে ফেলতে ওরা ৮০০ কোটি রেখে দিয়েছে। বিধায়ক পিছু ২০ কোটি দিয়ে ৪০ জন বিধায়ককে ছিনিয়ে নিতে চায়। দেশ জানতে চায় এই ৮০০ কোটি টাকা কার, এটা কোথায় রাখা হয়েছে? আমাদের কোনও বিধায়কই দল ছাড়বেন না। সরকার স্থিতিশীল। দিল্লিতে যে ভাল কাজ চলছে তা অব্যাহত থাকবে।’ এদিনের বৈঠকে আপে’র ৬২ জন বিধায়কের মধ্যে ৫৩ জন কেজরিওয়ালের বৈঠকে উপস্থিত ছিলেন। তবে যাঁরা আসতে পারেননি তাঁরাও ফোনে অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে কথা বলেছেন বলেই দাবি তাঁদের। আপ নেতা সৌরভ ভরদ্বাজ জানিয়েছেন, স্পিকার ফোনে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলার সময় তাঁদের সমর্থনের আশ্বাস দিয়েছেন। এখনও পর্যন্ত ১২ জন আপ বিধায়ক স্বীকার করেছেন বিজেপি তাঁদের অফার দিয়েছে। তবে তাঁরা সকলেই জানিয়ে দিয়েছেন শেষ নিশ্বাস ফেলা পর্যন্ত তাঁরা কেজরিওয়ালের পাশেই থাকবেন।