জেলা

বিজেপি গুণ্ডামি চালিয়ে ক্ষতি করেছে অনেক, পুলিশ চাইলেই গুলি চালাতে পারত: মুখ্যমন্ত্রী

পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের নিমতৌড়িতে বুধবার প্রশাসনিক সভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই বিজেপি’র গতকালের মিছিল প্রসঙ্গে সরব হন তিনি। বলেন, বিজেপি মিছিলের নামে গুণ্ডামি করে বড়বাজারের একাধিক ব্যবসায়ীর ক্ষতি করেছে। তাণ্ডব চালিয়েছে। পুলিশ চাইলেই গুলি চালাতে পারত কিন্তু তা করেনি। এদিন তিনি বলেন, ট্রেন ভাড়া করে বাইরের রাজ্য থেকে লোক এনেছে বিজেপি। ওদের পাশে লোক নেই। বাইরে থেকে লোক এনে ভণ্ডামি চালায়। মিছিলের নামে বড় বাজারের ব্যবসায়ীদের দোকান ভাঙচুর করা হয়েছে বলেও তিনি বলেন। আরও বলেন, পুলিশ কর্মীরা আহত হয়েছেন। মিছিল থেকে বোমাবাজি ও অগ্নিসংযোগ করা হয়েছে বলেও তিনি বলেন। তাঁর দাবি, জনগণকে চূড়ান্ত হেনস্থার শিকার হতে হয়েছে। তিনি বলেন, সমাজবিরোধীরা পুলিশের মাথা পাঠিয়েছে, চোখে মেরেছে। গণতান্ত্রিক মিছিল কাম্য কিন্তু সন্ত্রাস কাম্য নয়। তারপরেই বলেন, পুলিশ চাইলেই গুলি চালাতে পারত। কিন্তু তা কাম্য নয় বলেই করেনি। বলেন, ‘গুণ্ডামি করার জন্যই মিছিল করা হয়েছিল। আন্দোলনের নামে চলেছিল বোমাবাজি’। আরও বলেন, আহতদের সুস্থতা কামনা করছেন তিনি। তবে যারা বোমাবাজি করেছে বা পুলিশদের মেরেছে তাঁদের ওপর আইনত ব্যবস্থা নেবে পুলিশ।