দেশ

অতিশী সরাসরি প্রাক্তন মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের চেয়ারে বসলেন না

জেল থেকে বেরিয়ে অরবিন্দ কেজরিওয়াল নিজেই ঘোষণা করেছিলেন, তিনি আর মুখ্যমন্ত্রী পদে থাকবেন না। নিজের জায়গা অতিশীকে দেন কেজরি। শনিবার, ২১ সেপ্টেম্বর দিল্লির মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করে, কাজ শুরু করলেন সোমবার থেকে। কিন্তু, অতিশী সরাসরি প্রাক্তন মুখ্যমন্ত্রীর চেয়ারে বসলেন না। অর্থাৎ কেজরিওয়াল যে চেয়ারে বসতেন, সেই চেয়ারে বসলেন না তিনি। বসলেন তার পাশের একটি চেয়ারে। শুধু তাই নয়, অতিশী মনে করালেন, রামায়ণের কথা। দিল্লির নয়া মুখ্যমন্ত্রী বললেন, ‘আমি কেবল চার মাসের জন্য দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে কাজ করব ভরতের মতো, রামচন্দ্রের খড়ম নিয়ে।‘ কেজরিওয়াল মুখ্যমন্ত্রী পদ থেকে সরে গিয়ে, রাজনীতিতে নজর গড়েছেন বলেও উল্লেখ করেন তিনি। একই সঙ্গে তিনি বলেন, তিনি আশা করছেন, দিল্লির মানুষ পুনরায় ফেব্রুয়ারিতে কেজরিওয়ালকে দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে ফিরিয়ে আনবেন। যদিও গেরুয়া শিবির ইতিমধ্যে অতিশীর পাশের চেয়ারে বসার ঘটনাকে কটাক্ষ করেছে।  প্রথমে স্থির হয়েছিল শুধু অতিশী মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন। কিন্তু পরে স্থির হয় তাঁর মন্ত্রীরাও সেদিন শপথ নেবেন। দিল্লির মুখ্যমন্ত্রী হিসাবে অরবিন্দ কেজরিওয়ালের পদত্যাগের পরই অতিশী এই দায়িত্ব নিচ্ছেন। আপের পক্ষ থেকে বলা হয়েছে কেজরিওয়াল তার নিরাপত্তা প্রত্যাহার করে নিয়েছেন এবং আগামী ১৫ দিনের মধ্যেই মুখ্যমন্ত্রীর বাড়িও ছেড়ে দেবেন।