আমফানের জেরে এখনও রাজ্যের একাধিক জেলায় স্বাভাবিক অবস্থা ফেরেনি। বন্ধ বিদ্যুৎ, জলের মতো প্রয়োজনীয় পরিষেবাগুলি। এই অবস্থায় রাজ্যে ২৫ মে থেকে বিমান পরিষেবা শুরু না করার জন্য কেন্দ্রের কাছে আবেদন জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার সন্ধ্যায় সাংবাদিক বৈঠকে এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে মুখ্যসচিব রাজীব সিনহাকে মুখ্যমন্ত্রী নির্দেশ দেন, তিনি যেন এই মর্মে কেন্দ্রের সংশ্লিষ্ট মন্ত্রকের কাছে আবেদন করেন। মুখ্যমন্ত্রীর জানান, এই অবস্থায় রাজ্যে যাঁরা আসবেন থাকবেন কোথায়? আমরা দ্রুত গতিতে কাজ করছি। আবেদন করছি, কলকাতায় ২৫-এর বদলে ৩০ মে এবং বাগডোগরাতে ২৮ মে বিমান পরিষেবা চালু হোক। উল্লেখ্য ২৬ মে পর্যন্ত বাংলায় শ্রমিক স্পেশাল ট্রেন চালানো বন্ধ করার আবেদন জানিয়ে রেল বোর্ডকে চিঠি লিখেছিলেন মুখ্যসচিব। রেলের পক্ষ থেকে সেই আবেদনে সাড়া দেওয়া হয়েছে।


