দেশ

রাজ্যের বকেয়ার দাবিতে আগামী সপ্তাহেই দিল্লিতে বৈঠক মমতা-মোদির

রাজ্যের বকেয়া মেটানোর দাবিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করতে চেয়েছিলেন মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়। ১০০ দিনের কাজের প্রকল্প ও আবাস যোজনার বকেয়ার দাবিতে প্রধানমন্ত্রীকে চিঠিও লিখেছিলেন মমতা। এবার মুখোমুখি বৈঠকে বসতে চলেছেন তাঁরা। সূত্রের খবর,  আগামী ২০ ডিসেম্বর সকাল ১১টায় দিল্লিতে দুজন বৈঠকে বসবেন বলেই সূত্রের খবর। মমতার আবেদনে সাড়া দিলেন মোদি। সূত্রের খবর, আগামী ১৭ ডিসেম্বর রাজধানীতে উড়ে যেতে পারেন মমতা। ২০ ডিসেম্বর পর্যন্ত দিল্লিতেই থাকবেন মুখ্যমন্ত্রী। ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দেওয়ার পাশাপাশি শরিকদের সঙ্গে আলাদা আলাদা করেও সাক্ষাৎ করতে পারেন মমতা। ১৮-১৯ এবং ২০ ডিসেম্বর ঠাসা কর্মসূচি রয়েছে মমতার। ২১ তারিখ কলকাতায় ফিরবেন তৃণমূল নেত্রী। এর মধ্যে ২০ তারিখ দিল্লিতে মুখোমুখি হচ্ছেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী। মনে করা হচ্ছে, প্রধানমন্ত্রীর কাছে রাজ্যের প্রাপ্য আদায় নিয়ে আলোচনা করবেন মমতা।