কলকাতা

রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সুখবর, হুল দিবস ও করম পুজোয় সরকারি ছুটি ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সুখবর। তাঁদের সরকারি ছুটির তালিকায় অন্তর্ভুক্ত করা হল হুল দিবস ও করম পুজোকে। দীর্ঘদিন ধরে দাবি ছিল হুল দিবসে সমস্ত রাজ্য সরকারি কর্মচারীদের ছুটি দিতে হবে। যা উত্তরবঙ্গ সফরে গিয়ে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এতদিন হুল দিবসে সরকারি ছুটি পেতেন শুধুমাত্র আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা। এবার থেকে সমস্ত রাজ্য সরকারি কর্মীই ছুটি পাবেন বলে জানা গিয়েছে। একই সঙ্গে করম পুজো এবং আদিবাসী সম্প্রদায়ের বিশিষ্ট মানুষদের জন্মবার্ষিকীতেও ছুটি মিলবে। শিলিগুড়িতে আদিবাসী পরিষদের সভার পর টুইটে একথা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী টুইট করে জানিয়েছেন, ‘করম পুজো, হুল দিবস এবং আদিবাসী সম্প্রদায়ের বিশিষ্ট নেতাদের জন্মবার্ষিকীতে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। বার্ষিক আদিবাসী মেলার নাম পরিবর্তন করে রাখা হচ্ছে জয় জোহর মেলা।’ মুখ্যমন্ত্রী মঙ্গলবার উত্তরকন্যায় আদিবাসী পরিষদের সভার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, ‘আদিবাসী সমাজ আরও এগিয়ে চলুক। তাঁদের জমি হস্তান্তর বন্ধ করে দেওয়া হয়েছে। পাশাপাশি তাঁদের উন্নয়নের জন্য অনেক প্রকল্প নেওয়া হয়েছে। আগামী ৫ বছরে আদিবাসীদের জন্য ২০ লক্ষ ঘর তৈরি করে দেওয়া হবে। আদিবাসী উন্নয়ন পর্ষদের সদস্যরা খুশি। তাঁরা যা পরামর্শ দিয়েছেন তা পর্যালোচনা করে পদক্ষেপ করবে সরকার।