জেলা

৫ মে থেকে রাজ্যেবাসীকে বিনামূল্যে করোনা টিকা, দাম নিয়ে টানাপড়েনের মধ্যেই ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের

আগামী ৫ মে থেকে রাজ্যে বিনামূল্যে সার্বিক টিকাকরণের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ২ মে রাজ্য বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা। তার পরই ১৮ বছরের ঊর্ধ্বে সকলকে বিনা পয়সায় করোনার প্রতিষেধক দেওয়া হবে বলে ঘোষণা করলেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, কলকাতা-সহ শহরাঞ্চলে যেহেতু অতিমারির প্রকোপ সবচেয়ে বেশি, সেখান থেকেই প্রথমে টিকাকরণ শুরু হবে। তার পর একে একে জেলাগুলিতে টিকাকরণের এই কাজ শুরু হবে। বৃহস্পতিবার দক্ষিণ দিনাজপুরের তপনে নির্বাচনী জনসভা করেন মমতা। সেখানেই বিনামূল্যে সার্বিক টিকাকরণের ঘোষণা করেন তিনি। টিকা নিয়ে ফের কেন্দ্রর বিরুদ্ধে তোপ দাগলেন মমতা বন্দ্যোপাধ্যায় । ভ্যাকসিনের দামে (রাজ্যে যে দামে কিনবে) সমতা রাখার পাশাপাশি সকল দেশবাসীকে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়ার ব্যাপারে ফের সরব হয়েছেন তিনি। দক্ষিণ দিনাজপুর জেলার অন্তর্গত তপনের জনসভায় এ প্রসঙ্গে তীব্র আক্রমণ করেন মমতা। সরাসরি বলেছেন, ‘এই কোভিডটা নরেন্দ্র মোদীর অবদান। ভ্যাকসিন লুকিয়ে রেথেছিলে। তাই মানুষ মারা যাচ্ছে।‘ অভিযোগ করেন, দিল্লি যদি আগে থেকে ভ্যাকসিন দিত তবে এই কোভিডটা হত না। তিনি বলেন, ‘মোদীকে ভ্যাকসিন দিতে বলেছিলাম, পয়সা দেওয়ার কথা বলা হলেও তা দেওয়া হল না। ৫ মে পর থেকে আমরা একদম বিনা পয়সায় বাকিদেরও ভ্যাকসিন দেব। এখনও দিচ্ছি।‘ ভ্যাকসিনের দাম সব জায়গায় সমান করার দাবি বার বার জানান তিনি।বলেছেন, ‘BJP রাজনৈতিকভাবে বলবে ওয়ান নেশন, ওয়ান পার্টি, ওয়ান লিডার কিন্ত ভ্যাকসিনের সময় বলবে, ওয়ান ভ্যাকসিন মেনি প্রাইস। এক ভ্যাকসিনের এক দাম হবে। এটা ব্যবসার সময় নয়। সকলকে এক দামে ভ্যাকসিন দিতে হবে।‘ পাশাপাশি সাধারণ মানুষকে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া উচিত বলেও তিনি মন্তব্য করেন। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ইয়েচুরির বড় ছেলে আশিষ ইয়েচুরির। সে প্রসঙ্গও টেনে শোকপ্রকাশ করেছেন তিনি। মমতা বলেন, ‘আমি যতটা সম্ভব করব। চিন্তা করবেন না।আরও সেফ হোম করা হচ্ছে।‘ মাস্ক পরা নিয়েও সচেতন করেছেন তিনি।

উল্লেখ্য, একদিন আগেই টিকার দাম নির্ধারিত করল সেরাম ইনস্টিটিউট। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের তরফে জানানো হয়েছে, রাজ্য সরকারগুলিকে কোভিশিল্ড দেওয়া হবে ৪০০ টাকায় এবং বেসরকারি হাসপাতালে এই টিকা পাওয়া যাবে ৬০০ টাকায়। কেন্দ্রকে ১৫০ টাকা প্রতি ডোজ মূল্যে কোভিশিল্ড ভ্যাকসিন সরবরাহ জারি রাখবে সেরাম।