কলকাতা

পাঁচ দিনের স্পেন সফরের যাওয়ার আগে নবান্নে সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী  

পাঁচ দিনের স্পেন সফরের যাওয়ার আগে নবান্নে সাংবাদিক সম্মেলন করলেন মুখ্যমনন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।এদিন তিনি বলেন, ‘আপনারা সবাই ভাল থাকবেন। সবাইকে দেখে রাখবেন। আমি ও মুখ্যসচিব যাচ্ছি এই সফরে। তাই স্বরাষ্ট্র সচিবের দায়িত্বে সব থাকবে।’ উপনির্বাচনের আগেই আমলা বলেছিলাম ধূপগুড়ি সাব ডিভিশন হবে, সেটা কিন্তু হচ্ছে। ধূপগুড়ি টাউন, গ্রামীন অঞ্চল ও বানারহাটের কিছুটা অঞ্চল নিয়ে মহকুমা তৈরিও করা হবে। আজ সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ‘মন্ত্রি সভায় কিছু রদ বদল করেছি’।  মধ্যরাতের রাজ্যপালের গোপন চিঠি নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী। তিনি বললেন, ‘রাজ্যপালের চিঠি পেয়েছি, কিন্তু প্রকাশ্যে আনব না’। রাজ্যপালের চিঠি একান্তই ব্যক্তিগত। আমি বাইরে যাচ্ছি, তাই উনি শুভ কামনা জানিয়ে চিঠি পাঠিয়েছেন, আর কিছু নয়। এর সঙ্গে সরকারের কোনও সম্পর্ক নেই। ব্যক্তিগত চিঠি আমি প্রকাশ্যে আনতে পারি না। ‘সব সময় অভিষেককে বিরক্ত করা হচ্ছে। অভিষেককে বারবার হেনস্থা করা হচ্ছে। কখনও নিম্ন আদালতে ডাকা হচ্ছে, কখনও হাইকোর্টে যেতে হচ্ছে, কখনও সুপ্রিম কোর্টে যেতে হচ্ছে। কোনও প্রমাণ না থাকা সত্ত্বেও অযথা হয়রান করা হচ্ছে। বারবার আমার পরিবারকে আক্রমণ করা হচ্ছে, এটা ঠিক নয়। এটা রাজনৈতিক ষড়যন্ত্র। অভিযোগ এলে সঠিক তদন্ত করুন’। বললেন মুখ্যমন্ত্রী