কলকাতা

দুর্গা পুজোর শোভাযাত্রা থেকে সর্ব ধর্ম সমন্বয়ের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী

দুর্গা পুজোর শোভাযাত্রা থেকে সর্ব ধর্ম সমন্বয়ের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার দুর্গাপুজোর শোভাযাত্রায় অংশ নিয়ে এই বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। শহরের রাজপথ এদিন সকাল থেকেই সেজে উঠেছে এই মিছিলকে কেন্দ্র করে। এদিন ইউনেস্কোকে ধন্যবাদ জ্ঞাপক মিছিল জোড়াসাঁকো থেকে শুরু হয়ে রেড রোড পর্যন্ত যাবে। বৃহস্পতিবার জোড়াসাঁকো থেকে রেড রোড পর্যন্ত দুর্গা পুজোর রঙিন শোভাযাত্রায় অংশ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘সব ধর্ম বর্ণকে সঙ্গে নিয়ে পথচলা’। এদিন মিছিলে মুখ্যমন্ত্রীর সঙ্গে অংশ নেন রাজ্যের বহু মন্ত্রী। অংশ নেন বাংলার বিশিষ্টজনেরা। এদিন শোভাযাত্রায় রামকৃষ্ণ পরমহংস দেব থেকে শুরু করে

বাংলার আদিবাসীদের চিরায়ত ছৌ নাচও প্রদর্শিত হয়। নানান রঙের, নানান বর্ণের এই মিছিল যেন এক মহা সম্মেলনের চেহারা নিল বৃহস্পতিবার শহরের রাজপথে। বৃষ্টিকে উপেক্ষা করার সাধারণ মানুষ মিছিলে সামিল হন। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় আরও জানান, আবেগের আরেক নাম দুর্গাপুজো। বৃহস্পতিবার রাস্তায় নেমে ইউনেস্কোকে ধন্যবাদ জ্ঞাপনের মিছিলে অংশ নেওয়ার আগে টুইট করে ইউনেস্কোকে ধন্যবাদ জানান মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন টুইটার বার্তায় মুখ্যমন্ত্রী লেখেন, ‘দুর্গাপুজো আবেগ। সংকীর্ণ বাধা পেরিয়ে সকলকে একত্রিত করে। আধ্যাত্মিকতা এবং শিল্পকে একছাতার তলায় নিয়ে আসে। বাংলার দুর্গাপুজোকে স্বীকৃতি দেওয়ায় ইউনেস্কোকে ধন্যবাদ। যাদের ভালবাসা এবং পরিশ্রম এই পুজোর সঙ্গে যুক্ত তাঁদের সকলকে ধন্যবাদ।’