কলকাতা

ইউনেস্কোর প্রতিনিধিদের প্রতি কৃতজ্ঞতা, রাষ্ট্রীয় সীমানা ভুলে ঐক্যের ডাক মুখ্যমন্ত্রীর

 বৃহস্পতিবার রেড রোডে ইউনেস্কোর প্রতিনিধিদের ধন্যবাদ জানানোর মঞ্চ থেকে এভাবেই বিশ্বব্যাপী ঐক্যের বার্তা তুলে ধরলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তাঁর বক্তব্যে রাষ্ট্রীয় সীমানা, ধর্মীয় বৈপরীত্য মুছে দেওয়ার চেষ্টা করলেন তিনি । এ দিন উৎসবের মাধ্যমে সৃষ্টি হল এক বৃহত্তর গণসমাজের। মুখ্যমন্ত্রী বারবারই বলেন, ধর্ম যার যার নিজের, তবে উৎসব সবার । এখানে আক্ষরিক অর্থে দুর্গাপুজোর যে সর্বজনীনতা সেটাই তুলে ধরার চেষ্টা করলেন মুখ্যমন্ত্রী। এ দিন বক্তব্য রাখতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ইউনেস্কোর প্রতিনিধিদের ভূয়সী প্রশংসা করেছেন । সেখানেই সংকীর্ণতার গণ্ডি মুছে ফেলার ডাক দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী । তিনি বলেন, “ইউনেস্কোর তরফে এই স্বীকৃতি আমাদের আরও উৎসাহ জুগিয়েছে । এটাই ভবিষ্যতের পাথেয় । আজকের এই মঞ্চ সর্ব ধর্ম-বর্ণের মেলবন্ধন ঘটিয়েছে । ব্রিটিশ কাউন্সিলকে দিয়ে একটি সমীক্ষা করিয়েছিলাম আমরা । সেই সমীক্ষা রিপোর্টে দেখা গিয়েছে, দুর্গাপুজোকে কেন্দ্র করে এ রাজ্যে ৪০ কোটি টাকার ব্যবসা হয় । কত মানুষ উপকৃত হন এর মাধ্যমে । অতএব আমাদের জাতিগত পরিচয় হল আমাদের এই উৎসব । আমাদের জাত আমাদের একতা । আমাদের জাত মানবতা । আমরা সকলেই ঐক্যবদ্ধ ।”