জেলা

হাওড়ায় ৫ হাজার কোটি টাকা বিনিয়োগ হয়েছে, দেড় লাখ কর্মসংস্থান হবে, জানালেন মুখ্যমন্ত্রী

হাওড়ায় দেড় লাখ কর্মসংস্থান হবে বলে জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার হাওড়ার পাঁচলায় সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান মঞ্চ থেকে এ কথা জানান রাজ্যের প্রশাসনিক প্রধান। এদিন হাওড়ার পাঁচলা থেকে মুখ্যমন্ত্রী ৬ লাখ পরিবারের হাতে সরকারি পরিষেবা প্রদানের কর্মসূচির সূচনা করেন। এদিন এই অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী হাওড়া জেলায় বিপুল কর্মসংস্থান হবে বলে ঘোষণা করেন। তিনি বলেন,‘হাওড়ায় শিল্পের জোয়ার এসেছে। হাওড়ার ৫ হাজার শিল্পে ৫ হাজার কোটি টাকা বিনিয়োগ হয়েছে। ৬৭ হাজার মানুষের কর্মসংস্থান হয়েছে। আরও শিল্পে ১১ হাজার ২০০ কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব রূপায়নের পথে। এর ফলে দেড় লক্ষ মানুষের কর্মসংস্থান হাওড়াতে আবার হবে। এই জেলায় ৩০ হাজারের বেশি MSME ইউনিট তৈরি করা হয়েছে। ২৭টি ক্লাস্টার চালু হয়েছে। এক লক্ষ মানুষ এই ক্লাস্টারগুলিতে কাজ করে। হাওড়া জেলাকে MSME হাব হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। গার্মেন্টস এবং টেক্সটাইল সেক্টরে জোর দেওয়া হয়েছে। সরকারি সহায়তায় দুটি পার্ক হয়েছে। আর দুটি পার্ক হবে। তাতে ১ লক্ষ ছেলেমেয়ের চাকরি হবে।’ এদিন হাওড়া থেকে ৯০০ এর বেশি প্রকল্পের শিলান্যাস হল বলে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, তিন মাস পর পর দুয়ারে সরকার ক্যাম্প হবে। দুয়ারে সরকার ৯ কোটি দরখাস্ত জমা পড়েছিল। সেই আবেদনগুলির মধ্যে ৭ কোটির বেশি পরিষেবা দেওয়া হয়ে গিয়েছে। এদিন মুখ্যমন্ত্রী বলেন, এক সময় হাওড়াকে বলা হত প্রাচ্যের ম্যাঞ্চেস্টার। শিল্পের জন্য বিখ্যাত ছিল হাওড়া। কিন্তু বাম আমলে সব শেষ হয়ে গিয়েছে বলে মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার হাওড়া জেলায় ৫৯টি প্রকল্পের উদ্বোধন করেন রাজ্যের প্রশাসনিক প্রধান। রাজ্যজুড়ে বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেওয়ার প্রকল্প নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ২০২৪ সালের মধ্যে সব বাড়িতে পানীয় জল পৌঁছবে।