জেলা

‘বাংলা ভাগ করতে দেব না’, ফের হুঁশিয়ারি মমতার

‘বাংলা ভাগ আমরা করতে দেব না’, বৃহস্পতিবার হাওড়ার পাঁচলায় দাঁড়িয়ে ফের একবার স্পষ্ট ভাষায় বিজেপিকে হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলা ভাগের দাবিতে বিজেপির একাধিক বিধায়ক ও কেন্দ্রীয় মন্ত্রী সরব হয়েছেন। সেই আবহে এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী আরও একবার রাজ্য সরকারের অবস্থান স্পষ্ট করে দিলেন। বৃহস্পতিবার হাওড়ার পাঁচলায় সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানের মঞ্চ থেকে বিজেপিকে নিসানা করেন মুখ্যমন্ত্রী। নাম না করে দাঙ্গাবাজ বলে গেরুয়া শিবিরকে বেঁধেন তিনি। পড়ুয়াদের উদ্দেশে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, কোনও ঝগড়া ঝাটি নয়, কারোর সাথে কারোর ভাগাভাগি নয়। এরপরেই তিনি বলেন, ‘বাংলা ভাগ আমরা করতে দেব না।’ তাঁর আরও সংযোজন, ‘যাদের কাজ নেই, তারা ঘুম থেকে উঠে টেলিভিশনের সামনে বসে পড়ে। ওই একটা টিকটিকি পড়ে গেল, সারাদিন চলছে তো চলছে। একটা ভালো কথা বলে না, কারণ কেন্দ্র বলে দিয়েছে, আমাদের খবর চালাতে হবে, তা না হলে তোমার চ্যানেল কেটে দেওয়া হবে। দিল্লি থেকে অনেক নতুন চ্যানেল এসেছে, আমাদের বিরুদ্ধে বলে যায়। আমার কিচ্ছু যায় আসে না। তোমরা আমায় গালাগালি দিলে আমার গালে ফসকা পড়বে না।’