কলকাতা

‘বিজেপির কিছু লোক উসকানি দেয়, দাঙ্গা বাঁধায়’ পুরুলিয়া থেকে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

‘বিজেপির কিছু লোক উসকানি দেয়, দাঙ্গা বাঁধায়’ পুরুলিয়ার সভা থেকে ফের গেরুয়া শিবিরকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুরুলিয়ায় মেরুকরণের রাজনীতি করে ভোট পেয়েছে নরেন্দ্র মোদি, অমিত শাহের দল। কোথাও উসকানি দিয়ে, কোথাও দাঙ্গা বাঁধানোর চেষ্টা করে ভোট টানতে সক্ষম হয়েছে বিজেপি। পঞ্চায়েত নির্বাচনের আগে এবার সেই বিষয়টি নিয়ে সরব হলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার পুরুলিয়ায় সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন, পুরুলিয়ার জন্য বিজেপি কিছু করেনি। বিজেপিকে নিশানা করে রাজ্যের প্রশাসনিক প্রধান বলেন, ‘যারা একদিন বলেছিল পুরুলিয়া জেলায় বিজেপিকে ভোট দিন, তারা সব করে দেবে। একটা কাজও করেনি। আজও মানুষের সাহায্য আমরা করে যাচ্ছি, আমরা করে যাব। এটা আমাদের দায়বদ্ধতা।’ তাঁর আরও সংযোজন, ‘কিছু বিজেপির লোক আছে, যারা উস্কানি দেয়। দাঙ্গা বাঁধায়।’ এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘পুরুলিয়ায় একজন এমপি পাইনি, দুজন এমএলএ পেয়েছি, তবুও পুরুলিয়ার মানুষকে ভালবাসি।’ পুরুলিয়ার পর্যটন শিল্পের উন্নয়নের জন্য রাজ্য সরকার যে আন্তরিক তা এদিন বুঝিয়ে দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘পুরুলিয়া জেলাকে গুরুত্ব দিয়ে টুরিজম সেক্টরে আমরা আরও বেশি উন্নয়ন করব। আপনাদের এখানে জয়চন্ডী পাহাড় যেমন আছে, অযোধ্যা পাহাড় আছে। অযোধ্যা পাহাড়ে অনেক টুরিজম রিসর্ট হচ্ছে। রাস্তাগুলো ভালো করে করে দেওয়া হচ্ছে। একদিকে বান্দোয়ান, একদিকে বাঘমুণ্ডি, একদিকে কাশীপুর, একদিকে পুরুলিয়া। রূপসী বাংলা এই জেলা।’