আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালের গ্রেপ্তারির পর তাঁর স্ত্রীয়ের সঙ্গে কথা বলেছেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।। আপ সুপ্রিমোর গ্রেপ্তারির প্রতিবাদে ইতিমধ্যেই মুখ খুলেছেন তিনি। নিজের এক্স হ্যান্ডেলে বিজেপির বিরূদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন তৃণমূল সুপ্রিমো।জানা গিয়েছে, কেজরিওয়ালের স্ত্রীয়ের সঙ্গে কথা বলে তাঁদের পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, বিরোধী দলের মুখ্যমন্ত্রীদের নিশানা করে গ্রেফতার করা হচ্ছে। এই গ্রেফতারির প্রতিবাদে ইন্ডিয়া জোটের নেতারা নির্বাচন কমিশনে যাচ্ছেন সেই বার্তাও দিয়েছেন মমতা।এক্স মাধ্যমে মমতা লিখেছেন, “আমি অরবিন্দ কেজরীবালের গ্রেফতারির প্রতিবাদ জানাচ্ছি। বারবার বিরোধী দলের মুখ্যমন্ত্রীদের নিশানা করা হচ্ছে। আর অন্যদিকে, সিবিআই-ইডির মামলায় অভিযুক্ত হওয়া সত্ত্বেও কেউ কেউ তাদের দুষ্কর্ম চালিয়ে যাচ্ছে। বিশেষত বিজেপিতে যোগ দিলেই ছাড় পেয়ে যাচ্ছে তারা।” গণতন্ত্রের ওপর আক্রমণ করা হচ্ছে বলে মন্তব্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে মমতা জানিয়েছেন, ইন্ডিয়া জোটের সদস্যরা শুক্রবারই নির্বাচন কমিশনে যাচ্ছেন। বিরোধী দলের নেতাদের যেভাবে গ্রেফতার করা হচ্ছে, তার প্রতিবাদ জানাতেই রাজনৈতিক দলের সদস্যরা যাবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তৃণমূলের তরফ থেকে প্রতিনিধি হিসেবে উপস্থিত থাকবেন ডেরেক ও ব্রায়েন ও নাদিমুল হক। এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন তৃণমূল সুপ্রিমো।