রেল ৩৪ কোটি টাকা নিয়েছে রাজ্যের থেকে, গুরুতর অভিযোগ
আজ মাঝেরহাট ব্রিজের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কেন্দ্রীয় সরকার ও বিজেপি নেতাদের আক্রমণ করে বলেন, কোভিডের জন্য একবছর সময় নষ্ট হয়েছে। ৯ মাস আগেই মাঝেরহাট ব্রিজের কাজ শেষ হত। রেল অনুমতি দিলে ৯ মাস আগেই কাজ শেষ হত। রেলের অফিসারদের দোষ দেব না। দিল্লিতে যেসব নেতারা বসে আছেন তাঁরাই দায়ী। ৩৮৬ মেট্রিক টন ভারবহন ক্ষমতা মাঝেরহাট ব্রিজের। ৩১১.৭৬ কোটি খরচ করেছে রাজ্য। রেল ফ্লাইওভার করে, রাস্তা তৈরি করে রাজ্য। বড়বড় ভাষণ দিলেই হবে না। ব্রিজ তৈরি করতে রেল কেন রাজ্যের থেকে ৩৪ কোটি টাকা নিয়েছে? পোর্ট ট্রাস্টকে রাজ্য দিয়েছে ৭৭ লক্ষ টাকা। টালা ব্রিজ ভাঙার জন্য রেলকে ৫৫ কোটি দিতে হয়েছে রাজ্যকে। রেল কেন ৩৪ কোটি টাকা নেবে? কার নির্দেশে নেওয়া হয়েছে? পারলে টাকা ফেরত দিক রেল। ৯ মাস দেরি করানোর জন্য দায়ী রেল, আবার নাম কেনার চেষ্টা।