বালি অথবা কয়লা নিয়ে বেআইনি ব্যবসা রুখতে বড় পদক্ষেপ রাজ্য সরকারের। প্রাকৃতিক সম্পদ বাঁচাতে স্যান্ড মাইনিং পলিসি চালুর ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। খননের দায়িত্ব দেওয়া হল মিনারেল মাইনিং কমিটির হাতে। আগে এই খননের দায়িত্ব ছিল সংশ্লিষ্ট জেলাশাসকের হাতে। এবার তাঁদের সেই দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হল। খনিজ সম্পদ নিলামের বাড়তি টাকা যাতে বেআইনিভাবে কেউ লুট করতে না পারেন, তার জন্য এই পদক্ষেপ বলে জানিয়েছেন তিনি। এবার থেকে কোথাও কোনও বালি কিংবা কয়লা লুটের খবর পেলে অনলাইনের মাধ্যমে সরকারের কাছে অভিযোগ জানাতে পারবেন যে কেউ। স্থানীয় প্রাকৃতিক সম্পদ লুট একেবারেই বরদাস্ত নয়, স্পষ্ট হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর। বৃহস্পতিবার রাজ্য মন্ত্রিসভার বৈঠক ছিল নবান্নে। সেখানে এ নিয়ে বিস্তারিত আলোচনার পরই স্যান্ড মাইনিং পলিসি চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।