দেশ

বলিউডের অভিনেত্রী স্বরা ভাস্করকে রাজনীতিতে যোগ দেওয়ার আহ্বান মমতা বন্দ্যোপাধ্যায়ের

বলিউডের অভিনেত্রী স্বরা ভাস্কর বিভিন্ন সময় তাঁকে বিজেপি ও মোদি সরকারের বিরুদ্ধে সরব হতে দেখা যায় ৷ বুধবার তাঁকে রাজনীতিতে যোগ দেওয়ার আহ্বান জানালেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এদিন মুম্বইয়ের চৌহান সেন্টারে বাণিজ্যনগরীর নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেখানে মহেশ ভাট, জাভেদ আখতার, রিচা চাড্ডা, মুনওয়ার ফারুকেরদের সঙ্গে উপস্থিত ছিলেন স্বরাও ৷ ওই অনুষ্ঠানেই মমতা স্বরাকে রাজনীতিতে যোগ দেওয়ার আহ্বান জানান ৷ এদিনের অনুষ্ঠান মঞ্চের মধ্যমণি ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর বামপাশে ছিলেন সদ্য তৃণমূলে যোগদানকারী পবন বর্মা ও ডান দিকে বসে পুরো অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন গীতিকার জাভেদ আখতার ৷ তিনিই এক এক করে উপস্থিত অতিথিদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছিলেন আর অতিথিরা মমতার কাছে প্রশ্ন ছুঁড়ে দিচ্ছিলেন তার পর ৷ সব শুনে মমতাও উত্তর দিচ্ছিলেন ৷ অনুষ্ঠান শুরু হওয়ার প্রায় ৪০ মিনিট পর সুযোগ পান স্বরা ৷ সাবলীল অভিনেত্রী স্বরা মমতার সামনে কিছুটা নার্ভাস হয়ে পড়েন ৷ তিনি যতটা কথা বলছিলেন, তার থেকেও বেশি বডি ল্যাঙ্গুয়েজে নিজের মনের ভাব প্রকাশ করছিলেন৷ মাইক হাতে অকপটে স্বীকারও করেন, মমতাকে তাঁর ভাল লাগে ৷ তাই সামনে থেকে দেখে একটু নার্ভাস হয়ে পড়েছেন ৷ যদিও মমতার সামনে নিজের বক্তব্য সঠিক ভাবেই তুলে ধরেন তিনি ৷ সেই বক্তব্যের নির্যাস ছিল – বিজেপি সরকারের আমলে বহু মানুষকে মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে ৷ বিরুদ্ধস্বর দমন করার জন্য ইউএপিএ-র মতো মামলা দেওয়া হচ্ছে ৷ উত্তরে মমতাও জানান যে সাধারণ মানুষের উপর যখন, তখন ইউএপিএ দেওয়ার বিরোধী তিনিও৷ টাডা আইন নিয়ে তাঁর বিরোধিতার প্রসঙ্গও উত্থাপন করেন মমতা ৷ প্রতিশ্রুতি দেন, বিজেপির সরকার কেন্দ্র থেকে সরে যাওয়ার পর সমস্ত দানবীয় আইন প্রত্যাহার করে নেওয়া হবে ৷ ঠিক তার পরই স্বরার দিকে প্রস্তাব ছুঁড়ে দেন মমতা ৷ বলেন, ‘‘আপনি রাজনীতিতে কেন যোগ দিচ্ছেন না ?’’ স্বরার মতো অন্যায়ের বিরুদ্ধে সরব মহিলার রাজনীতিতে আসা উচিত বলেও মত প্রকাশ করেন তৃণমূল নেত্রী ৷