দেশ

বিরোধী মঞ্চের ‘নেতৃত্ব’ বাংলার মুখ্যমন্ত্রী, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাবেই জোটের নাম হল INDIA

বেঙ্গালুরুতে জোটমঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়জয়কার। নেতৃত্ব দিলেন বাংলার মুখ্যমন্ত্রী। বিরোধী জোটের নাম হোক ‘ইন্ডিয়া’।  এই লড়াই ইন্ডিয়া বনাম বিজেপির লড়াই। তাই এই জোটের নাম তাই রাখা হয়েছে Indian National Democratic Inclusive Alliance বা INDIA। দেশের নামেই নতুন একটি মঞ্চে সমবেত হোক ২৬টি বিরোধী দল। এই প্রস্তাব করেছিলেন মমতা। শেষ পর্যন্ত সেই প্রস্তাবে রাজি হন কংগ্রেস-আপ-শিবসেনা (উদ্ধব শিবির) -সহ সবকটি বিজেপি বিরোধী রাজনৈতিক দল। সেই সূত্রে চব্বিশের যুদ্ধ ‘এনডিএ ভার্সেস ইন্ডিয়া’। জল্পনা ছড়িয়েছিল পটনার বৈঠকেই। জোটের নাম দেশের নামে অর্থাৎ ইন্ডিয়া হোক, এই প্রস্তাব করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর পর সর্বসম্মতিক্রমে বিস্তারিত নামকরণ হয়।বেঙ্গালুরুর বৈঠকের পরেই এই বিষয়ে ঘোষণা করলেন বিজেপি-বিরোধী রাজনৈতিক জোটের বৈঠকের আহ্বায়ক কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। জানানো হল কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জোটের বদলে নতুন নামকরণ হয়েছে INDIA