জেলা

‘মারাত্বক কিছু নয়, টাকা পাওয়ার জন্য় একটু জ্বর হলেই বলছে HMPV ভাইরাস বেরিয়েছে’, ‘প্রাইভেট-চক্র’কে তোপ মুখ্যমন্ত্রীর

‘টাকা পাওয়ার জন্য় একটু জ্বর হলেই বলছে, ভাইরাস বেরিয়েছে’। HMPV ভাইরাস নিয়ে এবার ‘প্রাইভেট চক্র’-কে নিশানা করলেন মুখ্যমন্ত্রী। বললেন, ‘এটা মারাত্মক কিছু নয়, এখনও পর্যন্ত যেটা জেনেছি’। আজ, মঙ্গলবার গঙ্গাসাগর থেকে ফিরলেন মুখ্যমন্ত্রী। হেলিকপ্টারে হাওড়া ডুমুরজলায় নেমে তিনি বলেন, ‘চিন্তা করার কারণ নেই। আমরা বলে দেব। CS আজকেই মিটিং হয়েছে। গতকাল সন্ধ্যাবেলায় মিটিং হয়েছিল, আজকেও মিটিং হয়েছে। এটা মারাত্মক কিছু নয়, এখনও পর্যন্ত যেটা জেনেছি। ভয় পাওয়া বা আতঙ্ক ছড়ানোর কোনও কাজ নেই। আমি পরিষ্কার আপনাদের বলি, কিছু প্রাইভেট চত্রু আছে। যাঁরা টাকা পাওয়ার জন্য় একটু জ্বর হলেই বলছে, ভাইরাস বেরিয়েছে। ন্য়াচারাল নয়, আনন্যাচারাল বলছে’।  সঙ্গে পরামর্শ, ‘আপনারা এমন কিছু করবেন না, যাতে ওরা এই সুযোগটা পায়’।

কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব জানিয়েছেন, সব রাজ্যকে সতর্ক থাকতে হবে। এর জন্য তৈরি করতে হবে নজরদারি টিম। ভারতে ফুসফুসের সংক্রমণ তেমন বাড়েনি। সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি ইলনেস বা সারি ও ইনফ্লুয়েঞ্জা লাইক ইলনেস বা আইএলআই রোগে আক্রান্তদের চিহ্নিত করতে নজরদারি বাড়াতে হবে।  গতকালই এইচএমপিভি নিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্য়মন্ত্রী জে পি নাড্ডা বলেন, এইচএমপিভি নতুন কোনও ভাইরাস নয়। ২০০১ সালে এটি চিহ্নিত হওয়ার পর বারেবারেই এর সংক্রমণ লক্ষ্য করা গিয়েছে। বাতাসের মাধ্যমে এটি ছড়িয়ে পড়ে। তবে অন্যান্য ইন্ফ্লুয়েঞ্জার মতোই এটি। এটিকে নিয়ে কোনও আতঙ্কের কারণ নেই।