কলকাতা

দোল-হোলির উৎসব, সর্বধর্ম সমন্বয়ের বার্তা মুখ্যমন্ত্রীর

শুক্রবার দোল উৎসব। এই আবহে বুধবার ধনধান্য অডিটোরিয়ামে অনুষ্ঠিত হল ‘দোল যাত্রা ও হোলির মিলন উৎসব’। সেখানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যসচিব মনোজ পন্থ, সাংসদ মালা রায় সহ বিশিষ্টজনেরা। এদিন বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী দিলেন সম্প্রীতির বার্তা। তাঁর কথায়, ‘হৃদয় কালারফুল হলে শরীর ভালো হয়ে যাবে। আগুন খাবার বানানোর জন্য, বিভেদ বাড়ানোর জন্য নয়। আমরা আগুন চাইনা। সব ভালো থাকলে বাংলা ভালো থাকবে। বাংলা ভালো থাকলে দেশ ভালো থাকবে। সব ধর্মের মানুষকে আমরা সম্মান করি।যে যার ধর্ম পালন করুন।’  কলকাতা পুরসভার উদ্যোগে চলতি বছর আয়োজিত হয় এই অনুষ্ঠান। সেখানেই ডান্ডিয়ায় মাতলেন স্বয়ং মুখ্যমন্ত্রী। নাচে-গানে একেবারে অন্যচিত্র দেখা যায় ধনধান্য অডিটোরিয়ামে। সামগ্রিক অনুষ্ঠান আয়োজনে উচ্ছ্বসিত মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়ে দিয়েছেন, আগামী বছর থেকে ‘দোল যাত্রা ও হোলির মিলন উৎসব’ আয়োজিত হবে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। সেখানে দোলের পাশাপাশি সব সম্প্রদায়ের মানুষকে নিয়ে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হবে। বলা যায়, সরকারিভাবে বুধবারই রাজ্যে বসন্ত উৎসবের আনুষ্ঠানিক সূচনা হয়ে গেল।