কলকাতা

‘সত্য সামনে আসুক, রবিবারের মধ্যে ফাঁসি চাই’, দোষীদের শাস্তির দাবিতে পথে নামলেন মুখ্যমন্ত্রী

আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন করার অভিযোগ উঠেছে। কলকাতা হাইকোর্টের নির্দেশে এই ঘটনার তদন্ত করছে সিবিআই। আর আজ, শুক্রবার আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে সিটি সেন্টার এলাকার মাঝ রাস্তা থেকে গ্রেফতার করল সিবিআই। এই আবহে আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে খুন ধর্ষণের ঘটনায় দোষীদের ফাঁসির দাবিতে পথে নামলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ, শুক্রবার দুপুরে মৌলালি থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিল করেন তিনি। এখান থেকেই সিপিএম–বিজেপির বিরুদ্ধে সুর সপ্তমে তোলেন মুখ্যমন্ত্রী। এদিকে আজ সকালে সিবিআই দফতরে এসে পৌঁছয় সাতজনের একটি সিবিআই টিম। তাঁদের হাতে ছিল থ্রিডি স্ক্যানার। এই স্ক্যানার নিয়েই সিবিআই দল আরজি কর হাসপাতালে যায়। সেখানে গিয়ে ডিজিটাল অভিডেন্স সংগ্রহ করে। কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে আরজি কর হাসপাতালে গিয়ে সেমিনার হল অক্ষত আছে কিনা দেখে আসতে। সিবিআই যখন আরজি কর হাসপাতালে তখন মিছিলে হেঁটে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশে হাঁটছেন তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র, জুন মালিয়া, সায়নী ঘোষ, রচনা বন্দ্যোপাধ্য়ায়, শতাব্দী রায়, শর্মিলা সরকার এবং রাজ্যের মন্ত্রী শশী পাঁজা, বিধায়ক লাভলি মৈত্র, অদিতি মুন্সি, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, নয়না বন্দ্যোপাধ্যায়। তারপর মঞ্চে উঠে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‌বিজেপি এবং সিপিএমের হামলায় কোটি কোটি টাকার জিনিস নষ্ট হয়েছে। এই ঘটনা নিয়ে রাজনীতি করতে নামলেন বলে আমাদের নামতে হল। রবিবারের মধ্যে ফাঁসি চাই। উত্তরাখণ্ডে নার্সের ধর্ষণ মৃত্যুর ৯ দিন পর দেহ মিলেছে। কিন্তু বাংলায় এসব হয় না।’‌