কলকাতা

রাজ্যজুড়ে  ঘূর্নিঝড়ের তাণ্ডব, মুখ্যসচিবের থেকে ক্ষয়ক্ষতির রিপোর্ট চাইলেন মুখ্যমন্ত্রী

ঝড়ে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে? মুখ্যসচিবের থেকে তার রিপোর্ট নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ‘রিমল’-এর জন্য এখনও পর্যন্ত কী ক্ষয়ক্ষতি হয়েছে, তা নিয়ে আলোচনা করেন মুখ্যমন্ত্রী। গোটা বিষয়টি নিয়ে এদিন বিস্তারিত রিপোর্ট নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যসচিবের থেকে। এদিকে ঘূর্ণিঝড় ‘রিমল’-এ এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন। কলকাতায, দক্ষিণ ২৪ পরগনা সবমিলিয়ে এখনও পর্যন্ত রাজ্যে ৫ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে ৷ রিমলে রাজ্যে ক্ষয়ক্ষতি সব থেকে বেশি সুন্দরবন ব্লকে। এখনও পর্যন্ত রাজ্য জুড়ে ১২০০-এর বেশি বিদ্যুৎ খুঁটি পড়ে গিয়েছে। তার মধ্য ৩০০-এর বেশি ইলেকট্রিক পোল পড়েছে শুধুমাত্র দক্ষিণ ২৪ পরগনা জেলায়। সুন্দরবন ব্লকে ৩০০-রও বেশি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। নবান্নের পক্ষ থেকে জরুরি ভিত্তিতে চলছে সমীক্ষা। সুন্দরবন ব্লকের একাধিক জায়গায় হাওয়ার গতিবেগ বেশি থাকায় উদ্ধারকার্য করতে সমস্যা হচ্ছে বলেই নবান্ন সূত্রে খবর।