পঞ্চায়েত ভোটের আগে রাজ্যে ফের বিরোধীদের আক্রমণ করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। শারীরিক অসুস্থতার কারণে বাড়ি থেকে বেরোতে না পারলেও ভার্চুয়ালি বীরভূমের দুবরাজপুরের সভায় যোগ দেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, বিজেপির টাকায় রাম, বাম, শ্যাম একসঙ্গে হয়েছে। এর আগেও নির্বাচনী প্রচারে মমতা অভিযোগ করেছেন রাজ্যে তৃণমূলের বিরুদ্ধে বিজেপিকে সঙ্গে নিয়ে কংগ্রেস ও সিপিএম এক হয়েছে। দলে গোষ্ঠীদ্বন্দ্ব নিয়েও সরব হয়েছেন মমতা। নির্বাচনের আগে বিভিন্ন জেলা থেকে গোষ্ঠীদ্বন্দ্বের খবর উঠে এসেছে। এছাড়াও বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল ও আরেক নেতা কাজল শেখের দ্বন্দ্ব জেলা জুড়ে বহুদিন ধরেই চর্চিত। এদিন হুঁশিয়ারি দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বিভেদ দেখলে কড়া পদক্ষেপ নেওয়া হবে। রাজ্যে বেশকিছু পঞ্চায়েতে সেখানকার সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে। কোথাও সাধারণ মানুষ আবার কোথাও বা বিরোধী রাজনৈতিক দল এই অভিযোগ করেছেন। এদিন মমতা জানান, পঞ্চায়েত কোনও ভুল কাজ করলে তাঁর নজরে আনতে। জানতে পারলেই তিনি ব্যবস্থা নেবেন।