কলকাতা

অসুস্থ সৌরভকে দেখতে হাসপাতালে মুখ্যমন্ত্রী, দিদির শরীর কেমন জানতে চাইলেন

অসুস্থ সৌরভ গঙ্গোপাধ্যায়কে হাসপাতালে এসে দেখে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার গর্ব সৌরভকে দেখে বেরিয়ে মুখ্যমন্ত্রীর গলায় ধরা পড়ল অপত্য স্নেহ। মমতা বন্দ্যোপাধ্যায় এদিন সৌরভকে দেখে বেরিয়ে চিকিত্‍সকদের সঙ্গে কথাও বলেন। হাসপাতালের বাইরে অপেক্ষমান সাংবাদিকদের বলেন, “ও ভালো আছে। হাসিখুশি রয়েছে। নিজে হাসপাতালের বেডে শুয়ে আমায় জিজ্ঞেস করছে ,আপনি ভালো আছেন তো। আমি ওঁকে প্রশ্ন করি, তুমি আমাদের গর্ব, তোমার কী করে এমন হল!” মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন অভিষেক ডালমিয়া। সৌরভের স্বাস্থ্য সংবাদ নিয়েই মমতার পরামর্শ, যে কোনও বড় খেলার আগে যেন এবার থেকে প্লেয়ারদের টেস্ট করানো হয়। এত কম বয়সে হার্ট অ্যাটাকে আক্রান্ত হওয়ার জন্য, মমতার গলায় স্নেহ ঝরে পড়ে। চিকিত্‍সকদের প্রত্যুতপন্নমতিত্বের জন্য ধন্যবাদ জানান মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, সৌরভের বাইপাস না করে অ্যাঞ্জিওপ্লাস্টি করানোর সিদ্ধান্তটি খুবই ভালো হয়েছে।