কলকাতা

‘মণীষীদের সম্পর্কে ভুল তথ্য দেয় বিজেপি, বিবেকানন্দ-রামকৃষ্ণকে যোগ্য সম্মান দেন মুখ্যমন্ত্রী’, দাবি ব্রাত্য বসুর

দেশ জুড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সুনাম রয়েছে, তাই কলকাঠি নাড়ছে বিজেপি

তৃণমূল ভবনে সাংবাদিক সম্মেলনে সে বিজেপিকে কড়া ভাষায় কটাক্ষ করলেন তৃণমূল নেতা ব্রাত্য বসু। তিনি বলেন, ধর্ম কারোর ব্যক্তিগত হতে পারে । কিন্তু ধর্মকেন্দ্রিক উত্‍সব সকলের। আমাদের সরকার সারা রাজ্যব্যাপী বিবেক চেতনা উত্‍সব পালন করে থাকে।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে বিবেকানন্দের বন্দনায় এটা আমাদের রাজ্যে অভিনব ঘটনা। মনীষীদের আরও সম্মান বাড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সব ধর্মের সম্মেলনের সমানভাবে অংশ নেন মুখ্যমন্ত্রী। তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক থেকে এমনটাই দাবি জানান তৃণমূল নেতা ব্রাত্য বসু। তোপ দেগে বললেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সুনাম নষ্ট করছে বিজেপি।” ব্রাত্য বলেন, “বিবেকানন্দের শিকাগোর বক্তৃতার ১২৫ তম বার্ষিকীতে মুখ্যমন্ত্রীকে শিকাগোতে বক্তৃতা দিতে আহ্বান করা হল। অক্সফোর্ডেও ভার্চুয়াল বক্তৃতার জন্যে আহ্বান করা হল।ব্রাত্যর প্রশ্ন, ”এগুলো কি স্বাভাবিক ঘটনা? কারা কলকাঠি নাড়ছে? তাঁদের কি মনে হল, সারা ভারতবর্ষ জুড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সুনাম রয়েছে তা আন্তর্জাতিক ক্ষেত্রকে প্রভাবিত করবে? তাঁকে প্রসারিত করবে? এটা কি কাউকে বিপন্ন করল? চিন্তিত করল?’ একইসঙ্গে তাঁর বক্তব্য, ‘যাঁরা দামি স্যুট পরে করদাতাদের টাকায় মাসের পর মাস, বছরের পর বছর বিদেশে ঘুরে বেড়ান, একাধিক দেশে সফর করেন, তাঁদের জন্যই মুখ্যমন্ত্রী বক্তৃতা করতে যেতে পারেননি।’ কিন্তু দুবারই উদ্দেশ্য প্রণোদিতভাবে বাতিল হল অনুষ্ঠান। কারা এসবে কলকাঠি নাড়ছে? ব্রাত্যর প্রশ্ন, ”এগুলো কি স্বাভাবিক ঘটনা? কারা কলকাঠি নাড়ছে? তাঁদের কি মনে হল, সারা ভারতবর্ষ জুড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সুনাম রয়েছে তা আন্তর্জাতিক ক্ষেত্রকে প্রভাবিত করবে? তাঁকে প্রসারিত করবে? এটা কি কাউকে বিপন্ন করল? চিন্তিত করল?’ একইসঙ্গে তাঁর বক্তব্য, ‘যাঁরা দামি স্যুট পরে করদাতাদের টাকায় মাসের পর মাস, বছরের পর বছর বিদেশে ঘুরে বেড়ান, একাধিক দেশে সফর করেন, তাঁদের জন্যই মুখ্যমন্ত্রী বক্তৃতা করতে যেতে পারেননি।’ যারা দামি জামাকাপড় পরে দেশের মানুষের পয়সায় বিদেশে ঘুরে বেড়ান? মমতা বন্দ্যোপাধ্যায়ের জগতজোড়া সুনাম কি তাদের বিপন্ন করল?”তবে শুধুই বিজেপি নয়, এদিনের বৈঠক থেকে ব্রাত্য বসু সাম্প্রতিক অতীতে দলত্যাগীদের উদ্দেশ্যেও তোপ দাগেন। স্বামীজির জন্মদিবস উপলক্ষে ১০-১২ জানুয়ারি, বিবেক চেতনা যাত্রা ঘোষণা করেন তিনি। তিনি বলেন, ‘বিবেকানন্দ, রামকৃষ্ণকে কেউ যদি সত্যিকারের স্মরণ করে থাকেন তাঁর নাম মমতা বন্দ্যোপাধ্যায়।বিজেপি নেতারা চৈতন্যদেবের জন্মস্থান সম্পর্কে অবগত নন। চৈতন্যদেব কোথায় কোথায় গিয়েছেন জানেন না তাঁরা। বিজেপি নেতারা রাজ্যে এসে চৈতন্যদেব, রামকৃষ্ণ, রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলাম সম্পর্কে ভুল তথ্য দেন।’

https://www.facebook.com/AITCofficial/videos/247135863428362