দেশ

ভারতীয় জলসীমায় ঢোকায় উপকূলরক্ষী বাহিনী হাতে আটক ২টি ট্রলার সহ ৭৮জন বাংলাদেশি মৎস্যজীবী

 দু’টি বাংলাদেশি ট্রলার সহ ৭৮ জন মৎস্যজীবীকে আটক করল ভারতীয় উপকূলরক্ষী বাহিনী। তাঁদের পারাদ্বীপে রাখা হয়েছে। জানা গিয়েছে, গত সোমবার ভারতীয় জল সীমানায় টহল দেওয়ার সময় উপকূলরক্ষী বাহিনী এফ বি লাইলা-২ এবং এফ বি মেঘনা-৫ নামের দুই বাংলাদেশি ট্রলারকে দেখতে পায়। মৎস্যজীবীদের দু’টি ট্রলারই ভারতীয় জল সীমানায় ঢুকে পড়েছিল। বাহিনীর জওয়ানরা সবাইকে আটক করে নথিপত্র খতিয়ে দেখেন। একটি ট্রলারে ছিলেন ৪১ জন, অন্যটিতে ছিলেন ৩৭ জন মৎস্যজীবী।  এ বিষয়ে সুন্দরবন সামুদ্রিক মৎস্যজীবী শ্রমিক ইউনিয়নের সম্পাদক সতীনাথ পাত্র বলেন, ‘সমুদ্রে থাকা ভারতীয় ট্রলারের মৎস্যজীবীদের মাধ্যমে বিষয়টি জানতে পেরেছি। ভারতীয় ট্রলারের মৎস্যজীবীরা সমুদ্রে মাছ ধরার সময় ওই দুই বাংলাদেশি ট্রলারকে আটক করতে দেখেছেন। আন্তর্জাতিক জল সীমানায় দু’দেশের ট্রলারই মাছ ধরে। অতীতে দু’দেশের সম্পর্ক ভালো থাকার কারণে এ নিয়ে কোনওপক্ষই অভিযোগ জানাত না। বর্তমানে বৈরিতা তৈরি হওয়ায় অভিযোগ-পাল্টা অভিযোগ উঠতে শুরু করেছে। আশা করি, আগামী দিনে সম্পর্কের উন্নতি হবে।’ সুন্দরবন পুলিস জেলার সুপার কোটেশ্বর রাও বলেন, দু’টি বাংলাদেশি ট্রলারকে আটক করার খবর পেয়েছি। ওই ট্রলার সহ আটক বাংলাদেশি মৎস্যজীবীদের পারাদ্বীপে নিয়ে যাওয়া হয়েছে।