কলকাতা

রাজ্যজুড়ে ঠান্ডার আমেজ, কালীপুজোর আগে আরও কিছুটা নামল পারদ

উত্তুরে হিমেল হাওয়া ঢুকছে রাজ্যে। সকাল ও রাতের দিকে বেশ শীত শীত ভাব থাকছে। ভোরের দিকে হাল্কা কুয়াশা, তাপমাত্রাও কমেছে। দীপাবলির আগে আরও কিছুটা নামল তাপমাত্রার পারদ। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বীরভূম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া ও পশ্চিম মেদিনীপুর, রাজ্যের ৫ জেলায় কুড়ির নিচে নেমেছে তাপমাত্রার পারদ। কালীপুজো থেকে ভাইফোঁটা পর্যন্ত মনোরম আবহাওয়া থাকবে। রাতে আরও নামবে পারদ, পূর্বাভাস হাওয়া অফিসের। ফলে রাজ্যজুড়ে বাড়বে শীতের আমেজ।