জেলা

মুর্শিদাবাদে কলেজ ছাত্রীকে গলার নলি কেটে খুন

মুর্শিদাবাদের দৌলতাবাদে বিএ প্রথম বর্ষের এক কলেজ ছাত্রীকে বাড়িতে ঢুকে খুন করল দুষ্কৃতীরা। মৃত ওই ছাত্রীর নাম মুর্সেদা খাতুন (১৯) ৷ ধারালো অস্ত্র দিয়ে গলার নলি কেটে তাঁকে খুন করা হয়েছে। আটক করা হয়েছে এক অভিযুক্তকে। প্রণয় ঘটিত কারণের জন্যই খুন বলে প্রাথমিক তদন্তে পুলিসের অনুমান।