দেশ

গুজরাত হাইকোর্টের বিচারপতি নিখিল এস কারিয়েলের বদলি স্থগিত

 বিচারপতি নিখিল এস কারিয়েলের বদলির প্রতিবাদে আন্দোলনে নেমেছিলেন গুজরাত হাইকোর্টের আইনজীবীরা। লাগাতার কর্মবিরতির ফলে আদালতের কাজকর্ম শিঁকেয় উঠেছিল। সমস্যা সমাধানে গত সোমবার শেষ পর্যন্ত আন্দোলনরত আইনজীবীদের সঙ্গে বৈঠকে বসেছিলেন দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। আর ওই বৈঠকের পরেই বিচারপতি নিখিল এস কারিয়েলের বদলি স্থগিত রাখা হয়। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের কলেজিয়ামের পক্ষ থেকে দেশের বিভিন্ন হাইকোর্টের সাত বিচারপতির বদলির সুপারিশ করা হয়েছে। ওই তালিকায় নাম নেই গুজরাত হাইকোর্টের বিচারপতি নিখিল এস কারিয়েলের। শেষ পর্যন্ত দাবি পূরণ হওয়ায় উ‍ৎসবে মেতে উঠেছেন গুজরাত হাইকোর্টের আইনজীবীরা।