বিনোদন

হঠাৎ নিখোঁজ জনপ্রিয় কমেডিয়ান সুনীল পাল

আচমকাই নিখোঁজ কমেডিয়ান সুনীল পাল। মঙ্গলবার তিনি শো করতে মুম্বইয়ের বাইরে যান। স্ত্রীকে বলে যান মঙ্গলবার ফিরে আসবেন। কিন্তু ঘরে ফেরেননি সুনীল। এমনকি মঙ্গলবার রাত পর্যন্ত তাঁকে ফোন করেও পাননি তাঁর স্ত্রী। এরপরই সুনীলের স্ত্রী সরিতা সান্তাক্রুজ থানায় একটি নিখোঁজ ডাইরি করেন। এদিকে মঙ্গলবার গভীর রাতে স্ত্রীকে নিজেই ফোন করেন সুনীল। স্ত্রীকে বলেন, মঙ্গলবার রাতেই কিংবা বুধবার তিনি ঘরে ফিরবেন। পুলিস সূত্রে খবর, যেহেতু সুনীল ফোন করেছিলেন ও নিজেই ফিরবেন বলেছেন তাই তাঁর স্ত্রী নিখোঁজের অভিযোগ তুলে নিয়েছেন। এনিয়ে সুনীলের সঙ্গে কথা বলা হবে। অন্যদিকে, সংবাদমাধ্য়মে সুনীলের স্ত্রী সরিতা বলেন, সুনীল ফোন করেছিলেন। তার সঙ্গে কথা হয়েছে। পুলিসের সঙ্গেও তিনি কথা বলবেন।