গতকাল, বুধবার গভীর রাতে আন্দোলনরত আপার প্রাইমারি শিক্ষক পদে চাকরিপ্রার্থীদের জোর করে পুলিস সরিয়ে দেয় বলে অভিযোগ। আরও অভিযোগ, তাঁদের টেনে হিঁচড়ে পুলিসের গাড়িতে তোলা হয়। তারপর নিয়ে যাওয়া হয় শিয়ালদা স্টেশন চত্বরে। যদিও এসব অভিযোগ অস্বীকার করেছে পুলিস। আন্দোলনকারীদের পক্ষ থেকে অভিযোগ উঠেছে, গভীর রাতে আচার্য সদনের সামনে থেকে তাঁদের বলপূর্বক সরিয়ে দেয় বিধাননগর পুলিস। এ সময়ে জায়গা খালি করা নিয়ে পুলিসের সঙ্গে ধস্তাধস্তিও হয়। এরপর তাঁদের শিয়ালদা স্টেশন চত্বরে ছেড়ে দেওয়া হয়। প্রতিবাদে তাঁরা রাতেই সেখান থেকে মিছিল করে মৌলালি ক্রসিং পর্যন্ত যান। সেখানে বেশ কিছুক্ষণ রাস্তা অবরোধও করে রাখেন। এরপর রাত দু’টো নাগাদ শিয়ালদা স্টেশন চত্বরে ফের অবস্থানে বসেন আন্দোলনরত ওই চাকরীপ্রার্থীরা।অভিযোগ, পুলিস বলপ্রয়োগ করে তাঁদের শান্তিপূর্ণ আন্দোলন তুলে দিয়েছে ।