দিল্লি, উত্তরপ্রদেশ, গুজরাত, মধ্যপ্রদেশ ও ছত্তিশগড় – এই পাঁচ রাজ্য থেকে পশ্চিমবঙ্গের বিমানে ওঠার আগে প্রত্যেক যাত্রীকে আরটিপিসিআর টেস্ট এবং কোভিড নেগেটিভ রিপোর্ট বাধ্যতামূলক করা হল । অন্যথায় রাজ্যের মাটিতে তিনি নামতে পারবেন না বিমানযাত্রীরা ৷ শুক্রবার এই মর্মে বিজ্ঞপ্তি জারি করল রাজ্য সরকার । এই পাঁচ রাজ্যে করোনা ছবি আরও ভয়াবহ । এমতাবস্থায় এই সিদ্ধান্ত নিল রাজ্য প্রশাসন । একই সঙ্গে এই রিপোর্টে আরও জানানো হয়েছে, একই ধরনের বিজ্ঞপ্তি জারি হয়েছে মহারাষ্ট্র, কেরালা, কর্নাটক ও তেলাঙ্গানা থেকে আসা যাত্রীদের জন্য । উভয় ক্ষেত্রেই যাত্রীদের বিমানে ওঠার ৭২ঘণ্টা আগে আরটিপিসিআর টেস্ট এবং করোনা নেগেটিভ রিপোর্ট জমা করতে হবে । তবেই এই রাজ্যগুলোর যাত্রীরা বাংলায় আসার বিমানে ওঠার অনুমতি পাবেন ।