দেশ

দেশবাসীর নজর ঘুরিয়ে দেওয়ার জন্যই মহিলা সংরক্ষণ বিল, মোদি সরকারকে খোঁচা রাহুলের

দেশবাসীর নজর ঘুরিয়ে দেওয়ার জন্যই মহিলা সংরক্ষণ বিল। দেশে যখন একাধিক জ্বলন্ত ইস্যু রয়েছে ঠিক তখনই এই বিলটি এনে নজর ঘোরাতে চাইছে মোদি সরকার। সাংবাদিক সম্মেলনে সরাসরি কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। তিনি বলেছেন, ‘মহিলা সংরক্ষণ বিল খুবই ভালো বিষয়। কিন্তু এই বিলের দুটি গুরুত্বপূর্ণ দিক রয়েছে। প্রথমটি হল এই বিল আইনে পরিণত হওয়ার আগে জনগণনা করতে হবে ও আসন পুনর্বিন্যাস করতে হবে। এই গুলি করতেই অনেক বছর লেগে যাবে। সংসদ ও বিধানসভাতে চাইলে এখনই মহিলাদের জন্য ৩৩ শতাংশ সংরক্ষণ করে দেওয়া যায়। এমন কিছুই কঠিন কাজ নয় সেটা। কিন্তু বর্তমান কেন্দ্রীয় সরকার সেটা করতে চায় না। এই বিলটি ১০ বছর বাদে কার্যকর হবে। এখন এটিকে পাশ করিয়ে শুধুমাত্র বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে কেন্দ্র।’