দেশ

 আজ কংগ্রেসের সভাপতি নির্বাচন

 আজ সকাল থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ প্রক্রিয়া৷ ১৩৭ বছরের পুরনো দল কংগ্রেসের ব্যাটন মল্লিকার্জুন খাড়গে নাকি শশী থারুর ধরবেন, তা জানা যাবে আগামী ১৯ অক্টোবর৷ নতুন সভাপতি নির্বাচনে কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য হিসেবে ভোট দেবেন সনিয়া গান্ধি, রাহুল গান্ধি, মনমোহন সিংদের মতো শীর্ষ নেতারা৷ আবার প্রদেশ কংগ্রেস কমিটির সদস্যরাও নিজেদের মতামত জানাবেন৷ প্রতিটি রাজ্যেই কংগ্রেস দফতরে তৈরি হয়েছে এক বা একাধিক বুথ৷ পশ্চিমবঙ্গের প্রদেশ কংগ্রেস দফতরেও সকাল দশটা থেকে বিকেল চারটে পর্যন্ত চলবে ভোটগ্রহণ৷ সূত্রে খবর, সনিয়া গান্ধি, মনমোহন সিংদের মতো নেতারা দিল্লিতেই ভোট দেবেন৷ এই মুহূর্তে রাহুল গান্ধি ভারত জোড়ো যাত্রায় ব্যস্ত রয়েছেন৷ তারই ফাঁকে ভারত জোড়ো যাত্রার ক্যাম্পে ভোট দেবেন তিনি৷ কলকাতায় প্রদেশ কংগ্রেস দফতরে ভোট দেবেন এ রাজ্যের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী৷ পশ্চিমবঙ্গেও ৫৪৩ জন ভোটার রয়েছেন৷ ভোট পরিচালনার দায়িত্বে রয়েছেন ভিন রাজ্য থেকে আসা নেতারা৷ ভোট গ্রহণ পর্ব শেষ হলেই ব্যালট বাক্সগুলি দিল্লিতে কংগ্রেস সদর দফতরে নিয়ে যাওয়া হবে৷ আগামী বুধবার ভোট গণনার পর হবে ফল ঘোষণা৷