দেশ

মণিপুরে হিংসার ঘটনা খতিয়ে দেখতে নিজেদের প্রতিনিধি পাঠাল কংগ্রেস

মণিপুরের হিংসার ঘটনায় এবার সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখতে একটি ফ্যাক্ট ফাইন্ডিং টিম পাঠাল কংগ্রেস। মঙ্গলবার সন্ধ্যেয় বেশ কিছু নেতার সঙ্গে আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয় কংগ্রেসের পক্ষ থেকে। দলের মধ্যে থাকছেন, মুকুল ওয়াশনিক, ডঃ অজয় কুমার এবং সুদীপ রায় বর্মন।ঘটনাস্থলে গিয়ে রিপোর্ট সংগ্রহ করে তা জমা দেবেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে। কংগ্রেসের প্রধান জানান, মণিপুরের পরিস্থিতি এখনও গম্ভীর এবং খুবই উদ্বেগজনক। রাজ্যে পরিস্থিতি শান্ত করার জন্য কেন্দ্র সরকারকে যথারীতি ব্যবস্থা নেওয়া আর্জিও জানান তিনি। শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে প্রত্যেকের অংশীদারিত্ব রয়েছে। এই বিষয়ে সবাইকে এগিয়ে আসার কথাও জানান তিনি। মণিপুরের হিংসার ঘটনাকে নিয়ন্ত্রনে আনতে না পারার জন্য রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের সমালোচনাও করে কংগ্রেস। সিডিউল ট্রাইব মর্যাদার জন্য মৈইতি সম্প্রদায়ের দাবির বিরুদ্ধে ১০ হিলে জেলায় একটি মিছিলের আয়োজন করা হয়। এছাড়া বনাঞ্চল থেকে কুকি গ্রামবাসীদের তাড়িয়ে দেওয়ার মধ্যে দিয়ে ক্ষোভের আগুন আগে থেকেই জ্বলছিল যা হিংসার রুপ নিয়ে নেয়। এই হিংসার ঘটনায় এখনও পর্যন্ত ৭৩ জন নাগরিক মারা গেছেন, আহত হয়েছেন ২৩১ জন।ধর্মীয় স্থানের পাশাপাশি ১৭০০ ঘরবাড়ি জ্বালানো হয়েছে বলে সরকারী সূত্র থেকে জানা গেছে ।