দেশ

বড় ধাক্কা খেল বিনিয়োগকারীরা, এলআইসি-তে এক বছরে ডুবল প্রায় ২ লক্ষ ৫০ হাজার কোটি টাকা!

দেশের শেয়ার বাজারে বিনিয়োগকারীদের মধ্যে হইচই ফেলে দিয়েছিল এলআইসি। দেশের প্রধান বিমা সংস্থার আইপিও আনার আজ এক বছর পূর্ণ হল। ২০২১ সালের ১৭ মে স্টক এক্সচেঞ্জে লিস্টেড হয়েছিল শেয়ারটি। যে টাকায় শেয়ার বাজারে ইস্যু হয়েছিল, তার তুলনায় বর্তমানে শেয়ারের দর ৪০ শতাংশ কমেছে। বিমা কোম্পানির শেয়ারের ইস্যু প্রাইস ছিল 949 টাকা। এরই মধ্যে এলআইসি-এর মার্কেট ক্যাপ প্রায় ২ লক্ষ ৫০ হাজার কোটি টাকা কমেছে। অর্থাৎ যারা এলআইসি-র আইপিও-তে টাকা রেখেছেন তারা আড়াই লাখ কোটি টাকার ধাক্কা খেয়েছেন। এলআইসি শেয়ার ১৭ মে-তে ৫৬৮.৯০ টাকায় ট্রেড করছে। গত এক বছর ধরে অর্থাৎ সূচকে লিস্টেড হওয়ার পর থেকে এলআইসির স্টকে রিটার্ন রয়েছে লাল জোনে। আইপিও-র সময় এলআইসির মার্কেট ক্যাপ ছিল ৬ লক্ষ কোটি টাকা, যা এখন ৩.৬ লক্ষ কোটিতে নেমে এসেছে।