দেশ

কর্ণাটকের বিধানসভা নির্বাচনে ইস্তেহার প্রকাশ করল কংগ্রেস

বিধানসভা নির্বাচনে ইস্তেহার প্রকাশ করল কংগ্রেস ৷ ১০ মে কর্ণাটকে ২২৪টি বিধানসভা নির্বাচন ৷ মঙ্গলবার সকালে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে কর্ণাটকে কংগ্রেসের সদর দফতরে এই নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেন ৷ তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্য কংগ্রেসের ইনচার্জ রণদীপ সিং সুরজেওয়ালা রাজ্যের বিরোধী দলনেতা সিদ্ধারামাইয়া রাজ্য কংগ্রেস সভাপতি ডি কে শিবকুমারসহ অন্যান্যরা ৷ বর্ষীয়ান সভাপতি মল্লিকার্জুন খাড়গে এদিন জানান কংগ্রেস এমন একটি ইস্তেহার তৈরি করেছে যা রাজ্যবাসীকে স্বস্তি দেবে ৷ তেইশের এই নির্বাচনে বিজেপি শাসিত রাজ্যে কংগ্রেস কী কী প্রতিশ্রুতি দিয়েছে কংগ্রেসের ইস্তেহার ক্ষমতায় এলে গৃহজ্যোতি প্রকল্পের আওতায় ২০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিনামূল্যে দেওয়ার কথা ঘোষণা করেছে কংগ্রেস ৷ ঘোষণায় রয়েছে তরুণ বেকারদের জন্য ইউথ ফান্ড ৷ এই ফান্ড কর্ণাটকে বেকারদের জীবনের আর্থিক নিরাপত্তায় সাহায্য করবে বলে দাবি জাতীয় কংগ্রেসের ৷ কর্মহীন তরুণ প্রজন্মের জন্য এই সিদ্ধান্ত বলে কংগ্রেসের তরফে জানানো হয়েছে ৷ কারণ বর্তমান সরকার যুবকযুবতীদের কর্মসংস্থানের বন্দোবস্ত করছে না ৷ দেশে বেকারত্বের হারও ঊর্ধ্বমুখী ৷ প্রবীণ নাগরিকদেরও মাসে ১ হাজার টাকা ভাতা দেওয়া হবে বলে ইস্তেহারে বলা হয়েছে ৷সুন্দর ভবিষ্যতের জন্য কংগ্রেস ক্ষমতায় আসার এক বছরের মধ্যে আড়াই লক্ষ শূন্য সরকারি পদ পূরণের পদক্ষেপ করবে ৷ পাশাপাশি ওবিসি জনগণনা রিপোর্ট কার্যকর করা হবে এতে রাজ্যে মোট ৭৫ শতাংশ আসন সংরক্ষণ করবে কংগ্রেস ৷ যোগ্য সম্প্রদায়ের সংরক্ষণের হারও বাড়বে ৷ কৃষক ও গবাদি পশু প্রতিপালকদের জন্য ঋণ মকুব ও ভরতুকির ঘোষণাও ইস্তেহারে করেছে কংগ্রেস ৷ ক্ষীরাধারি প্রকল্পের অধীনে প্রতি লিটার দুধে ভরতুকি 5 টাকা থেকে বাড়িয়ে ৭ টাকা করা হবে ৷ ভালো প্রজাতির গরুমোষ কেনার ক্ষেত্রে ৩ লক্ষ টাকা পর্যন্ত বিনা সুদে মিলবে ঋণ ৷ ভেড়া ও ছাগল চাষিদের জন্য ১ লক্ষ টাকা পর্যন্ত ঋণ মকুব করবে কর্ণাটকের কংগ্রেস সরকার ৷ এছাড়া অন্নভোগ যোজনায় পরিবারপিছু ১০ কেজি চাল গৃহলক্ষ্মী যোজনায় মহিলাদের প্রতি মাসে ২ হাজার টাকা আর্থিক সাহায্য করবে কংগ্রেস ৷