দেশ রাজনীতি

‘মণিপুরে ফের রাষ্ট্রপতি শাসনের মেয়াদ বৃদ্ধি, ব্যর্থ ডাবল ইঞ্জিন সরকার’, অভিযোগ কংগ্রেসের

মণিপুরে রাষ্ট্রপতি শাসনের মেয়াদ আরও ছ’মাস বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার ৷ আগামী ১৩ অগস্ট থেকে এই শাসন প্রক্রিয়া কার্যকর হবে ৷ এই মর্মে প্রস্তাব গৃহীত হবে রাজ্য়সভায় ৷ আগামী সপ্তাহে এই নোটিশ আনা হতে পারে ৷ এদিকে সরকারের এই প্রস্তাবের কড়া সমালোচনা করল কংগ্রেস ৷ তাদের অভিযোগ, এর ফলে গণতন্ত্রের মূল্যের অবক্ষয় করা ৷ মণিপুরের মানুষ এটা চায় না ৷ দীর্ঘ সময় ধরে মণিপুরে মেইতি ও কুকি জনজাতির মধ্যে সংঘর্ষের ঘটনা চলছে ৷ চলতি বছরের ১৩ ফেব্রুয়ারি মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি করা হয় ৷ সেই মেয়াদ ছ’মাসের জন্য বাড়ানো হবে ৷ রাজ্যসভার সচিবালয় জানিয়েছে এই নোটিশ রাজ্যসভায় জমা পড়েছে ৷ বিজনেস অ্যাডভাইজরি কমিটি (বিএসি)-র আলোচনা পরই সংসদের উচ্চকক্ষে এই নোটিশ গৃহীত হবে ৷মণিপুর কংগ্রেসের সভাপতি কেইশাম মেঘচন্দ্রের অভিযোগ, কেন্দ্রীয় সরকারের ‘ডাবল ইঞ্জিন’ সরকার ব্যর্থ হওয়ায় রাষ্ট্রপতি শাসনের মেয়াদ বৃদ্ধি করতে হচ্ছে ৷ তিনি সাংবাদিকদের বলেন, “মণিপুরে রাষ্ট্রপতি শাসনের মেয়াদ বৃদ্ধি হোক, মানুষ তা চায় না ৷ এর ফলে গণতন্ত্রের মূল্যকে খাটো করা হচ্ছে ৷ যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর আত্মাকে ছোট করা হচ্ছে ৷” তিনি আরও বলেন, “এই মেয়াদ বৃদ্ধি হচ্ছে কারণ, রাজ্যে বিজেপির কোনও শক্তিশালী নেতাই নেই ৷ এটা তো ডাবল ইঞ্জিন সরকারের ব্যর্থতা ৷ শান্তি পুনঃপ্রতিষ্ঠার ক্ষেত্রে রাষ্ট্রপতি শাসন একটা সাময়িক সময়ের পদক্ষেপ ৷” ২০২৩ সালের মে মাসে মেইতি-কুকি জনজাতির মধ্যে সংঘর্ষের জেরে উত্তপ্ত হয়ে ওঠে মণিপুর ৷ এই সংঘর্ষের জেরে কমপক্ষে ২৬০ জনের মৃত্যু হয়েছে ৷ এরপর চলতি বছরে ৯ ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দেন এন বীরেন সিং ৷ এর চারদিন পরই মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি হয় ৷